Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে দুইটি ট্রাকের ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোর সদরে দুই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দিপু মণ্ডল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু মণ্ডল যশোরের কোতয়ালী থানার বড় হয়বিয়তপুর এলাকার বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন।

আহতরা হলেন সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল্লাহ (২৫), ইসমাইল আলীর স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও হানিফ আলীর স্ত্রী জাহানারা জেগম (৫০)। আহত তিনজনের বাড়ি নাটোর সদর উপজেলার দিয়ারসাতুরিয়া গ্রামে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি সাজেদুর রহমান সাজিদ ওসি বলেন, সকালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়াগামী গম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি শহরগামী একটি ইজিবাইকে চাপা দেয়।

তিনি বলেন, এ সময় গম বোঝাই ট্রাকটি ব্রিজ থেকে নিচে উল্টে যায় এবং ইজিবাইকটি পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এ ঘটনায় আহত চারজনকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় থপার বোঝাই ট্রাকের চালক দিপু মণ্ডল মারা যান। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

নাটোরে দুইটি ট্রাকের ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের সময় : ০৮:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোর সদরে দুই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দিপু মণ্ডল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু মণ্ডল যশোরের কোতয়ালী থানার বড় হয়বিয়তপুর এলাকার বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন।

আহতরা হলেন সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল্লাহ (২৫), ইসমাইল আলীর স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও হানিফ আলীর স্ত্রী জাহানারা জেগম (৫০)। আহত তিনজনের বাড়ি নাটোর সদর উপজেলার দিয়ারসাতুরিয়া গ্রামে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি সাজেদুর রহমান সাজিদ ওসি বলেন, সকালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়াগামী গম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি শহরগামী একটি ইজিবাইকে চাপা দেয়।

তিনি বলেন, এ সময় গম বোঝাই ট্রাকটি ব্রিজ থেকে নিচে উল্টে যায় এবং ইজিবাইকটি পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এ ঘটনায় আহত চারজনকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় থপার বোঝাই ট্রাকের চালক দিপু মণ্ডল মারা যান। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।