Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাঙ্গাপাড়া গ্রামের ইসারুদ্দিনের ছেলে ভ্যানচালক আলপু (৬০) ও কচুয়া থাকার বাসিন্দা ট্রাকচালক মো. মোস্তাকিম (২৪)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক চার্জার ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা গাছে গিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক মো. মোস্তাকিমকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

নাটোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০১:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাঙ্গাপাড়া গ্রামের ইসারুদ্দিনের ছেলে ভ্যানচালক আলপু (৬০) ও কচুয়া থাকার বাসিন্দা ট্রাকচালক মো. মোস্তাকিম (২৪)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক চার্জার ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা গাছে গিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক মো. মোস্তাকিমকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।