Dhaka শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যাওয়ার সময় সড়কে প্রাণ গেল ৪০ জনের

আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তারা সবাই ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হতাহতরা দেশটির উত্তরাঞ্চলীয় শহর সামিনাকায় ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে লেরে শহরের কাছে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বাসের সংঘর্ষ হয়েছে। ঈদ উদ্যাপনের একজন সংগঠক এ তথ্য জানিয়েছেন।

কাদুনা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির এক কর্মকর্তা সোমবার সকালে জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন।

তবে, অনুষ্ঠানের সংগঠক আহমেদ দয়াবু বিবিসিকে জানিয়েছেন, ৪০ জনের মতো নিহত হয়েছেন। আরও ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের সম্পর্কে দয়াবু বলেন,‘তারা কোয়ান্ডেরা শহর থেকে এখানে, সামিনাকায় যাত্রা করছিলেন। লেরে শহরে পৌঁছানোর পর তাদের বাসটিকে একটি ট্রেলার ট্রাক চাপা দেয়। আমাদের তদন্তে দেখা গেছে, ওই দুর্ভাগা যানটিতে ৭১ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

নাইজেরিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি সধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে চালক ও যাত্রী উভয়ই নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করেন। এদিকে কর্তৃপক্ষও নিরাপত্তা বিধিনিষেধগুলো শিথিলভাবে প্রয়োগ করে থাকে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৭০ জন নিহত হয়েছে। অর্থাৎ, দেশটিতে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৬ জন নিহত হচ্ছে।

এছাড়া এবারের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছিল নাইজেরিয়ার সরকার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাইজেরিয়ায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যাওয়ার সময় সড়কে প্রাণ গেল ৪০ জনের

প্রকাশের সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তারা সবাই ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হতাহতরা দেশটির উত্তরাঞ্চলীয় শহর সামিনাকায় ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে লেরে শহরের কাছে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বাসের সংঘর্ষ হয়েছে। ঈদ উদ্যাপনের একজন সংগঠক এ তথ্য জানিয়েছেন।

কাদুনা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির এক কর্মকর্তা সোমবার সকালে জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত হয়েছেন।

তবে, অনুষ্ঠানের সংগঠক আহমেদ দয়াবু বিবিসিকে জানিয়েছেন, ৪০ জনের মতো নিহত হয়েছেন। আরও ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের সম্পর্কে দয়াবু বলেন,‘তারা কোয়ান্ডেরা শহর থেকে এখানে, সামিনাকায় যাত্রা করছিলেন। লেরে শহরে পৌঁছানোর পর তাদের বাসটিকে একটি ট্রেলার ট্রাক চাপা দেয়। আমাদের তদন্তে দেখা গেছে, ওই দুর্ভাগা যানটিতে ৭১ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

নাইজেরিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি সধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে চালক ও যাত্রী উভয়ই নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করেন। এদিকে কর্তৃপক্ষও নিরাপত্তা বিধিনিষেধগুলো শিথিলভাবে প্রয়োগ করে থাকে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৭০ জন নিহত হয়েছে। অর্থাৎ, দেশটিতে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৬ জন নিহত হচ্ছে।

এছাড়া এবারের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছিল নাইজেরিয়ার সরকার।