Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাগর ভূঁইয়া (২৬) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। পরে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন নরসিংদী জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ ও তার লোকজন। বুধবার ভোরে তার অনুসারীরা এলাকায় ফিরেন। এ সময় বাধা দেন স্থানীয় আনোয়ার সরকারের অনুসারীরা। এর জেরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ ছাড়া দেশীয় অস্ত্র টেঁটা, দা, বল্লম নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা আমিরাবাদ, সোনাকান্দা ও বীরগাঁ এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাগর মারা যান। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। তবে নিহত সাগর কোন পক্ষের ছিলেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

নিলক্ষা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম বলেন, দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে সোনাকান্দা গ্রামের একজন মারা গেছেন। পরে সংঘর্ষ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনায় অন্য কোনো পক্ষের ইন্ধন বা জড়িত ছিল কিনা, তা জানাতে পারেননি তিনি।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাগর ভূঁইয়া (২৬) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। পরে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন নরসিংদী জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ ও তার লোকজন। বুধবার ভোরে তার অনুসারীরা এলাকায় ফিরেন। এ সময় বাধা দেন স্থানীয় আনোয়ার সরকারের অনুসারীরা। এর জেরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ ছাড়া দেশীয় অস্ত্র টেঁটা, দা, বল্লম নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা আমিরাবাদ, সোনাকান্দা ও বীরগাঁ এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাগর মারা যান। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। তবে নিহত সাগর কোন পক্ষের ছিলেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

নিলক্ষা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম বলেন, দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে সোনাকান্দা গ্রামের একজন মারা গেছেন। পরে সংঘর্ষ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনায় অন্য কোনো পক্ষের ইন্ধন বা জড়িত ছিল কিনা, তা জানাতে পারেননি তিনি।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।