Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরের প্রথমার্ধেই তফসিল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, কমিশন বলেছেন নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো।

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়ে ইসি সচিব বলেন, ওই দুটি আসনের উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কেন্দ্রটির ফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ এ দুটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেখানেও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কেন্দ্র দুটির ফল বাতিল করে, সংশোধিত ফলের ওপর গেজেট প্রকাশ করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীনা বিমান ব্যবহার করে অভ্যন্তরীণ ভাড়া ৪০% কমানোর সিদ্ধান্ত এয়ার করাচির

নভেম্বরের প্রথমার্ধেই তফসিল: ইসি সচিব

প্রকাশের সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, কমিশন বলেছেন নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো।

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়ে ইসি সচিব বলেন, ওই দুটি আসনের উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কেন্দ্রটির ফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ এ দুটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেখানেও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কেন্দ্র দুটির ফল বাতিল করে, সংশোধিত ফলের ওপর গেজেট প্রকাশ করবেন।