Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নব সূর্যদয়ের হাত ধরে এসেছে নতুন বছর। খুলেছে বাংলা ১৪৩০-এর দিনপঞ্জিকার পাতা। পুরোনো বছরকে বিদায় দিয়ে জাতি আজ বাংলা নতুন বছর ও পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে। প্রতি বছরের মতোই আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) দিনজুড়ে নাটক-সিনেমার তারকাদের সোশ্যাল হ্যান্ডেল মুখর ছিল বৈশাখী সাজ-বার্তায়।

May be an image of 1 person

জয়া আহসানকে ভক্তরা প্রায়শই দেবী বলে সম্বোধন করেন। বৈশাখের প্রথম দিনে শাড়ি, নোলক, মালা ও বেলি ফুলে যেন দেবীরূপেই দেখা দিলেন তিনি। ছবি শেয়ার করে বললেন, ‘পহেলা বৈশাখ মানেই আনন্দ অনাবিল, শুভেচ্ছা, ভালোবাসা, জমজমাট আড্ডা, আরও অনেক কিছু। এই আনন্দের স্বাদ থাক অমলিন। সকলে ভালো থাকুন।’

May be an image of 1 person

অভিনেতা চঞ্চল চৌধুরী ছুটে গেলেন চারুকলার নান্দনিক সৃষ্টিকর্মের কাছে। বৈশাখী ঐতিহ্যের নানা অনুষঙ্গের মাঝে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পাঞ্জাবি-পায়জামায় নিজেকে আবৃত করে মেলে ধরেছেন দু’হাত। আর বলেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩০। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই বন্ধন চির অটুট থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে পান্তা-ইলিশ আর বৈশাখী সাজে নববর্ষ বরণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আনন্দঘন সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুক পেজে। সেখানে পুত্রকে ইলিশ, আলু, শিম, পান্তা ভাত ইত্যাদি জিনিস চিনিয়ে দেন নায়িকা। আর দুজনে মিলে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

অপু বলেছেন, নববর্ষ তো বাঙালির ঐতিহ্যকে বয়ে আনে। আর ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে পান্তা-ইলিশ। সেই ভাবনা থেকে আমার ছোট্ট আয়োজন। একটু পরে ইফতার। আমার মনে হলো আজকের ইফতার যদি এভাবে সাজানো যায়। তাই এভাবে সাজিয়েছি। সবাইকে শুভ নববর্ষ। সুন্দর কাটুক সবার জীবন।

May be a black-and-white image of 3 people, baby and people smiling

কন্যা ইলহামকে নিয়ে নববর্ষ উদযাপন করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। তিনজনের হাসিমাখা একটি ছবি দিয়ে ফারুকী লিখেছেন, ‘শুভ নববর্ষ। গরমে নতুন কাপড় পরতে পারলাম না বলে তিন দিন আগের ছবিই দিয়ে দিলাম।’

May be an image of 2 people and owl

লাল-সাদা শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সঙ্গে ছিলেন তার বন্ধু, অভিনেত্রী সুষমা সরকার। দুজনের আনন্দঘন কিছু ছবি পোস্ট করে মম লিখলেন, ‘নতুন বছর সবার জন্য বয়ে আনুক আনন্দ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

May be an image of 1 person

সাদা কারুকাজ খচিত শাড়ি, লাল-প্রিন্টেড ব্লাউজ, লাল চুড়ি আর সাদা কানের দুলে সেজেছেন ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘বৈশাখ আসে, বৈশাখ আসে, স্বপ্নগুলো সত্য হবার কাছে। শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে।’

May be an image of 2 people and wedding

স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা পুরনো একটি ছবিতেই নতুন বছরের শুভেচ্ছা সারলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দুজনের প্রেমময় ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ সবাইকে।’

May be an image of 1 person

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা মোহময়ী রূপে ধরা দিয়েছেন বৈশাখী সাজে। লাল-সাদা শাড়িতে ফুটিয়ে তুলেছেন রূপের জাদু। একগুচ্ছ ছবির সঙ্গে দুই শব্দের শুভেচ্ছা বার্তা- ‘শুভ নববর্ষ’।

তারকারা জানালেন নববর্ষের শুভেচ্ছা

অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন, ‘সকলকে শুভ নববর্ষ।’ শুভেচ্ছা বার্তার সঙ্গে তিনি দুটি ছবিও পোস্ট করেছেন।

তারকারা জানালেন নববর্ষের শুভেচ্ছা

জনপ্রিয় তারকা দম্পতি হিল্লোল ও নওশীন তাদের অনুরাগীদের ‘শুভ নববর্ষ সবাইকে’ লিখে একটি ছবিও পোস্ট করেছেন।

May be an image of 1 person

বৈশাখের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘শুভ নববর্ষ।’

May be an image of 1 person and jewellery

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, সুন্দর আগামীর প্রত্যাশায়।’

May be an image of 1 person and text that says "শুভ নববধ"

‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।’ এমন কাব্যময় শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।

তারকারা জানালেন নববর্ষের শুভেচ্ছা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

প্রকাশের সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

নব সূর্যদয়ের হাত ধরে এসেছে নতুন বছর। খুলেছে বাংলা ১৪৩০-এর দিনপঞ্জিকার পাতা। পুরোনো বছরকে বিদায় দিয়ে জাতি আজ বাংলা নতুন বছর ও পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে। প্রতি বছরের মতোই আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) দিনজুড়ে নাটক-সিনেমার তারকাদের সোশ্যাল হ্যান্ডেল মুখর ছিল বৈশাখী সাজ-বার্তায়।

May be an image of 1 person

জয়া আহসানকে ভক্তরা প্রায়শই দেবী বলে সম্বোধন করেন। বৈশাখের প্রথম দিনে শাড়ি, নোলক, মালা ও বেলি ফুলে যেন দেবীরূপেই দেখা দিলেন তিনি। ছবি শেয়ার করে বললেন, ‘পহেলা বৈশাখ মানেই আনন্দ অনাবিল, শুভেচ্ছা, ভালোবাসা, জমজমাট আড্ডা, আরও অনেক কিছু। এই আনন্দের স্বাদ থাক অমলিন। সকলে ভালো থাকুন।’

May be an image of 1 person

অভিনেতা চঞ্চল চৌধুরী ছুটে গেলেন চারুকলার নান্দনিক সৃষ্টিকর্মের কাছে। বৈশাখী ঐতিহ্যের নানা অনুষঙ্গের মাঝে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পাঞ্জাবি-পায়জামায় নিজেকে আবৃত করে মেলে ধরেছেন দু’হাত। আর বলেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩০। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই বন্ধন চির অটুট থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে পান্তা-ইলিশ আর বৈশাখী সাজে নববর্ষ বরণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আনন্দঘন সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুক পেজে। সেখানে পুত্রকে ইলিশ, আলু, শিম, পান্তা ভাত ইত্যাদি জিনিস চিনিয়ে দেন নায়িকা। আর দুজনে মিলে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

অপু বলেছেন, নববর্ষ তো বাঙালির ঐতিহ্যকে বয়ে আনে। আর ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে পান্তা-ইলিশ। সেই ভাবনা থেকে আমার ছোট্ট আয়োজন। একটু পরে ইফতার। আমার মনে হলো আজকের ইফতার যদি এভাবে সাজানো যায়। তাই এভাবে সাজিয়েছি। সবাইকে শুভ নববর্ষ। সুন্দর কাটুক সবার জীবন।

May be a black-and-white image of 3 people, baby and people smiling

কন্যা ইলহামকে নিয়ে নববর্ষ উদযাপন করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। তিনজনের হাসিমাখা একটি ছবি দিয়ে ফারুকী লিখেছেন, ‘শুভ নববর্ষ। গরমে নতুন কাপড় পরতে পারলাম না বলে তিন দিন আগের ছবিই দিয়ে দিলাম।’

May be an image of 2 people and owl

লাল-সাদা শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সঙ্গে ছিলেন তার বন্ধু, অভিনেত্রী সুষমা সরকার। দুজনের আনন্দঘন কিছু ছবি পোস্ট করে মম লিখলেন, ‘নতুন বছর সবার জন্য বয়ে আনুক আনন্দ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

May be an image of 1 person

সাদা কারুকাজ খচিত শাড়ি, লাল-প্রিন্টেড ব্লাউজ, লাল চুড়ি আর সাদা কানের দুলে সেজেছেন ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘বৈশাখ আসে, বৈশাখ আসে, স্বপ্নগুলো সত্য হবার কাছে। শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে।’

May be an image of 2 people and wedding

স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা পুরনো একটি ছবিতেই নতুন বছরের শুভেচ্ছা সারলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দুজনের প্রেমময় ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ সবাইকে।’

May be an image of 1 person

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা মোহময়ী রূপে ধরা দিয়েছেন বৈশাখী সাজে। লাল-সাদা শাড়িতে ফুটিয়ে তুলেছেন রূপের জাদু। একগুচ্ছ ছবির সঙ্গে দুই শব্দের শুভেচ্ছা বার্তা- ‘শুভ নববর্ষ’।

তারকারা জানালেন নববর্ষের শুভেচ্ছা

অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন, ‘সকলকে শুভ নববর্ষ।’ শুভেচ্ছা বার্তার সঙ্গে তিনি দুটি ছবিও পোস্ট করেছেন।

তারকারা জানালেন নববর্ষের শুভেচ্ছা

জনপ্রিয় তারকা দম্পতি হিল্লোল ও নওশীন তাদের অনুরাগীদের ‘শুভ নববর্ষ সবাইকে’ লিখে একটি ছবিও পোস্ট করেছেন।

May be an image of 1 person

বৈশাখের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘শুভ নববর্ষ।’

May be an image of 1 person and jewellery

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, সুন্দর আগামীর প্রত্যাশায়।’

May be an image of 1 person and text that says "শুভ নববধ"

‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।’ এমন কাব্যময় শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।

তারকারা জানালেন নববর্ষের শুভেচ্ছা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’