Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আদর-পূজা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি জুটি বেঁধে কাজ করছেন ‘লিপস্টিক’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। এরই মধ্যে আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ জুটি।

রোববার (২২ অক্টোবর) ‘দরদিয়া’ নামে একটি নতুন সিনেমায় আদর ও পূজা আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

জানা গেছে, নব্বই দশকের গল্প নিয়ে নির্মিত হবে ‘দরদিয়া’ সিনেমা। পরিচালকের মতে, সিনেমাটি হবে রোমান্টিক ট্রাজেডি থ্রিলার গল্পের। যে গল্পে থাকবে প্রেম, বিরহ ও সম্পর্কের টানাপোড়েন।

নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে এটি।’

তিনি বলেন, ‘“লিপস্টিক” ছবিতে যে টিমের সঙ্গে কাজ করছি, এটিও সেই একই টিমের কাজ। এ ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিকতা আদর ভাইয়ের।

এ সময় আদরকে নিয়ে পূজা আরও বলেন, ভালো কাজের ব্যাপারে খুব চেষ্টা আছে। তার সঙ্গে এর আগে একটি কাজ শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। সহশিল্পী হিসেবে আদর ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ সহজ লাগে। “লিপস্টিক” ছবির শুটিংয়ে কাজ দেখে প্রযোজক, পরিচালক হয়তো আমাদের জুটি পছন্দ করেছেন। এ কারণেই আমাদের দুজনকে আবারও তাদের আরেক ছবিতে নিয়েছেন।

নায়ক আদর আজাদ বলেন, দরদিয়া তৈরি হবে রোমন্টিক ট্যাজেডি গল্পে। নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে দরদিয়ার শুটিং।

আদরের ভাষ্য, ‘গল্পটিতে রোমান্স ও ট্রাজেডি হাত ধরাধরি করে চলবে। এ পর্যন্ত যতগুলো সিনেমা হাজির হয়েছি তার সবগুলোতেই ভিন্ন ভিন্ন গল্প ছিল। দরদিয়ার গল্প আসলে একটু বেশিই ভিন্ন। যেখানে নাইনটিজ প্রেক্ষাপটে প্রেম ও সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। একই সঙ্গে বিরহ সম্পর্কের টানাপোড়েন ব্যতিক্রমী চিত্রায়ণও রয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমা যুক্ত হতে পেরে।’

পূজার সঙ্গে একের পর এক জুটি বাঁধার পেছনের গল্প জানতে চাইলে সংবাদমাধ্যমকে আদর বলেন, এটি প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। কারণ, তাদের পছন্দেই আমাদের দুজনকে পরপর ছবিতে নেওয়া হচ্ছে।

পরিচালক কামরুজ্জামান জানান, ঢাকার বাইরে হবে সিনেমাটির শুটিং। এদিকে পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি রয়েছে। এই সিনেমাও নতুন বছরে মুক্তির পকিল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আদর আজাদ অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘যন্ত্রণা’ নামে ছবিটি ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।

গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘দরদিয়া’ সিনেমাটি। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য করেছেন। জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

আদর আজাদ ও পূজা চেরি জুটির এটি তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নাকফুল’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান। এ ছাড়া দ্বিতীয় সিনেমা ‘লিপস্টিক’ সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ। বাকি ২০ ভাগও শিগগিরই শেষ হবে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এরই মধ্যে একই পরিচালকের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ দুজন।

এদিকে মুক্তির অপেক্ষায় আদর অভিনীত ‘যন্ত্রণা’ নামের একটি ছবি। এতে তার বিপরীতে আছেন মানসী প্রকৃতি, ও সায়মা স্মৃতি। এটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আদর-পূজা

প্রকাশের সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি জুটি বেঁধে কাজ করছেন ‘লিপস্টিক’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। এরই মধ্যে আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ জুটি।

রোববার (২২ অক্টোবর) ‘দরদিয়া’ নামে একটি নতুন সিনেমায় আদর ও পূজা আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।

জানা গেছে, নব্বই দশকের গল্প নিয়ে নির্মিত হবে ‘দরদিয়া’ সিনেমা। পরিচালকের মতে, সিনেমাটি হবে রোমান্টিক ট্রাজেডি থ্রিলার গল্পের। যে গল্পে থাকবে প্রেম, বিরহ ও সম্পর্কের টানাপোড়েন।

নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে এটি।’

তিনি বলেন, ‘“লিপস্টিক” ছবিতে যে টিমের সঙ্গে কাজ করছি, এটিও সেই একই টিমের কাজ। এ ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিকতা আদর ভাইয়ের।

এ সময় আদরকে নিয়ে পূজা আরও বলেন, ভালো কাজের ব্যাপারে খুব চেষ্টা আছে। তার সঙ্গে এর আগে একটি কাজ শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। সহশিল্পী হিসেবে আদর ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ সহজ লাগে। “লিপস্টিক” ছবির শুটিংয়ে কাজ দেখে প্রযোজক, পরিচালক হয়তো আমাদের জুটি পছন্দ করেছেন। এ কারণেই আমাদের দুজনকে আবারও তাদের আরেক ছবিতে নিয়েছেন।

নায়ক আদর আজাদ বলেন, দরদিয়া তৈরি হবে রোমন্টিক ট্যাজেডি গল্পে। নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে দরদিয়ার শুটিং।

আদরের ভাষ্য, ‘গল্পটিতে রোমান্স ও ট্রাজেডি হাত ধরাধরি করে চলবে। এ পর্যন্ত যতগুলো সিনেমা হাজির হয়েছি তার সবগুলোতেই ভিন্ন ভিন্ন গল্প ছিল। দরদিয়ার গল্প আসলে একটু বেশিই ভিন্ন। যেখানে নাইনটিজ প্রেক্ষাপটে প্রেম ও সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। একই সঙ্গে বিরহ সম্পর্কের টানাপোড়েন ব্যতিক্রমী চিত্রায়ণও রয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমা যুক্ত হতে পেরে।’

পূজার সঙ্গে একের পর এক জুটি বাঁধার পেছনের গল্প জানতে চাইলে সংবাদমাধ্যমকে আদর বলেন, এটি প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। কারণ, তাদের পছন্দেই আমাদের দুজনকে পরপর ছবিতে নেওয়া হচ্ছে।

পরিচালক কামরুজ্জামান জানান, ঢাকার বাইরে হবে সিনেমাটির শুটিং। এদিকে পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘মাসুদ রানা’ সিনেমার কয়েকটি দৃশ্য বাকি রয়েছে। এই সিনেমাও নতুন বছরে মুক্তির পকিল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আদর আজাদ অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘যন্ত্রণা’ নামে ছবিটি ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।

গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘দরদিয়া’ সিনেমাটি। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য করেছেন। জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

আদর আজাদ ও পূজা চেরি জুটির এটি তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নাকফুল’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান। এ ছাড়া দ্বিতীয় সিনেমা ‘লিপস্টিক’ সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ। বাকি ২০ ভাগও শিগগিরই শেষ হবে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এরই মধ্যে একই পরিচালকের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ দুজন।

এদিকে মুক্তির অপেক্ষায় আদর অভিনীত ‘যন্ত্রণা’ নামের একটি ছবি। এতে তার বিপরীতে আছেন মানসী প্রকৃতি, ও সায়মা স্মৃতি। এটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।