Dhaka বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বই পেয়ে খুশি পাকুন্দিয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা

Oplus_16910336

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়ও প্রাথমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় এবার বই উৎসব পালন করা হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়। প্রাথমিক ও ষষ্ঠ-অষ্টম-নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম দিনই সব বই হাতে পেয়েছে। তবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবার হাতে কোন বই পায়নি। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে খুদে শিক্ষার্থীরা।

উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলত হোসেন খান ভূঁইয়া বলেন, এ উপজেলায় ১৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০৬টি বেসরকারি (কিন্ডারগার্টেন) প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২৭ হাজার ৩৩২ জন। এর বিপরীতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২৭ হাজার ৩৩২ সেট বইয়ের চাহিদা ছিল। ইতিমধ্যে সবগুলোই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে।

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার উদ্দীন মানিক বলেন, আমরা এ বছর ষষ্ঠ-অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই পেয়েছি। কিন্তু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো বই পাইনি। তবে আশা করছি অতি দ্রুতই এ বইগুলো পেয়ে যাব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে নারীর মৃত্যু

নতুন বই পেয়ে খুশি পাকুন্দিয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৭:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়ও প্রাথমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় এবার বই উৎসব পালন করা হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়। প্রাথমিক ও ষষ্ঠ-অষ্টম-নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম দিনই সব বই হাতে পেয়েছে। তবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবার হাতে কোন বই পায়নি। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে খুদে শিক্ষার্থীরা।

উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলত হোসেন খান ভূঁইয়া বলেন, এ উপজেলায় ১৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০৬টি বেসরকারি (কিন্ডারগার্টেন) প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২৭ হাজার ৩৩২ জন। এর বিপরীতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২৭ হাজার ৩৩২ সেট বইয়ের চাহিদা ছিল। ইতিমধ্যে সবগুলোই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে।

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার উদ্দীন মানিক বলেন, আমরা এ বছর ষষ্ঠ-অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই পেয়েছি। কিন্তু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো বই পাইনি। তবে আশা করছি অতি দ্রুতই এ বইগুলো পেয়ে যাব।