Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার

নিজস্ব প্রতিবেদক : 

অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি এখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের বর্তমান অতিরিক্ত সচিব নুরুল আলমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বর্তমান অর্থসচিব ফাতেমা ইয়াসমিনের চাকরির মেয়াদ চলতি মাসে শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন খায়েরুজ্জামান মজুমদার।

নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ১১ম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়, ইউএসএআইডি প্রোগ্রাম (আইবিআই প্রকল্পের চিফ অব পার্টি হিসেবে), বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

অর্থ বিভাগে সরকারের সামষ্টিক অর্থনৈতিক কৌশল নির্ধারণ, রাজস্বনীতির পরিকল্পনা ও বিশ্লেষণ, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতি প্রণয়ন এবং বাজেট সহায়তাসহ দেশের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক কাঠামো সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ছিলেন খায়রুজ্জামান।

আলাদা আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ অগাস্ট থেকে তার এ পদোন্নতি ও নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, অবসরে যাওয়ার পর অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এ পদে নিয়োগ পেলেন। তিন বছরের জন্য আন্তর্জাতিক এ সংস্থার ‘সেক্টরস ও থিম’–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

গত ২৮ জুন এডিবির পর্ষদ বৈঠকে তাকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এডিবি বলছে, তারা আশাবাদী যে ফাতিমা ইয়াসমিন আগস্টের শেষের দিকে এডিবিতে যোগ দেবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নতুন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার

প্রকাশের সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি এখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের বর্তমান অতিরিক্ত সচিব নুরুল আলমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বর্তমান অর্থসচিব ফাতেমা ইয়াসমিনের চাকরির মেয়াদ চলতি মাসে শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন খায়েরুজ্জামান মজুমদার।

নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ১১ম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়, ইউএসএআইডি প্রোগ্রাম (আইবিআই প্রকল্পের চিফ অব পার্টি হিসেবে), বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

অর্থ বিভাগে সরকারের সামষ্টিক অর্থনৈতিক কৌশল নির্ধারণ, রাজস্বনীতির পরিকল্পনা ও বিশ্লেষণ, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতি প্রণয়ন এবং বাজেট সহায়তাসহ দেশের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক কাঠামো সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ছিলেন খায়রুজ্জামান।

আলাদা আদেশে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে সচিব পদে পদোন্নতি নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ অগাস্ট থেকে তার এ পদোন্নতি ও নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, অবসরে যাওয়ার পর অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এ পদে নিয়োগ পেলেন। তিন বছরের জন্য আন্তর্জাতিক এ সংস্থার ‘সেক্টরস ও থিম’–বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

গত ২৮ জুন এডিবির পর্ষদ বৈঠকে তাকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এডিবি বলছে, তারা আশাবাদী যে ফাতিমা ইয়াসমিন আগস্টের শেষের দিকে এডিবিতে যোগ দেবেন।