স্পোর্টস ডেস্ক :
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আস্থার প্রতিদান দিতে পেরেছেন লরা উলভারডাট। সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তারই স্বীকৃতি হিসেবে তার অধিনায়কের পদ পাকা হয়ে গেলো।
দক্ষিণ আফ্রিকার নারী দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে উলভারডাটকে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে। আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে তারা।
সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ভলভার্ট অধিনায়ক হিসেবে সুনে লুসের স্থলাভিষিক্ত হয়েছেন। সুনে লুস ‘ক্রিকেটে মনোযোগ দিতে’ গত আগস্টে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ভলভার্টকে ভারপ্রাপ্ত অধিনায়ক বানানো হয়। অধিনায়কত্ব করলে ব্যাটিংয়ে প্রভাব পড়ে কি না, ভলভার্ট সেটা দেখে স্থায়ী অধিনায়কত্ব নিয়ে ভাববেন বলে জানিয়েছিলেন তখন।
আজ ভলভার্টকে স্থায়ী অধিনায়ক ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকদের আহ্বায়ক ক্লিন্টন দু প্রিস বলেন, ‘ভলভার্টকে আনুষ্ঠানিক অধিনায়কত্ব দেওয়া এবং তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আমাদের পরবর্তী ধাপের পরিকল্পনার অংশ।’
৩ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে হবে তিন ম্যাচ। এই সিরিজের জন্য উলভারডাটের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তিনটি ওয়ানডে হবে ১৬ থেকে ২৩ ডিসেম্বর।
এই টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন আয়ান্দা হ্লুবি এব এলিজ-মারি মার্ক্স। তবে বিগ ব্যাশ লিগে ব্যস্ততার কারণে মারিজান্নে ক্যাপকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
লরা উলভারডাট (অধিনায়ক), আন্নেকে বোশখ, তাজমিন ব্রিটস, আনেরি ডার্কসেন, মিয়েকে ডি রিডার, লারা গুডল, আয়ান্দা হ্লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ-মারি মার্ক্স, নোনকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।