Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে বিলে জাল পাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইছামতি বিলে মাছ ধরার ভেশাল জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রামবাসী জানান, চর বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যা ও আবুল মুন্সির সমর্থকদের সঙ্গে শহিদুল ও পাখি মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইছামতি বিলে ভেশাল জাল পাতাকে কেন্দ্র করে পাখি মোল্যা সমর্থিত শাহাবুদ্দিন মোল্যার সঙ্গে আবুল মুন্সি সমর্থিত হেলাল মুন্সির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আজ সকালে চর-বালিদিয়া বাজারে দুই পক্ষের লোকজন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়ায়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, আহত শহিদুল, দিদার, সিরাজ, লিটন, মনোয়ারা বেগম, কবির মোল্যা, রোকন, হারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

নড়াইলে বিলে জাল পাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ০৯:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইছামতি বিলে মাছ ধরার ভেশাল জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রামবাসী জানান, চর বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যা ও আবুল মুন্সির সমর্থকদের সঙ্গে শহিদুল ও পাখি মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইছামতি বিলে ভেশাল জাল পাতাকে কেন্দ্র করে পাখি মোল্যা সমর্থিত শাহাবুদ্দিন মোল্যার সঙ্গে আবুল মুন্সি সমর্থিত হেলাল মুন্সির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আজ সকালে চর-বালিদিয়া বাজারে দুই পক্ষের লোকজন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়ায়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, আহত শহিদুল, দিদার, সিরাজ, লিটন, মনোয়ারা বেগম, কবির মোল্যা, রোকন, হারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।