Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নগরকান্দাতে পাটকাঠি দিয়ে গ্রামীণ রাস্তা বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাটকাঠির পালা দিয়ে চলাচলের গ্রামীণ রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে ১৭ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে ২০ পরিবার।

এ নিয়ে ৩০ মার্চ নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও জানাজানি হয়েছে সোমবার (৩ এপ্রিল)। উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের আ. ছত্তার শেখের ছেলে মো. আজিজুল হোসেন ওরফে রানা এ অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ছিমাইলের খালপাড়ের রাস্তাটি দিয়ে প্রতিদিন ২০ পরিবারের সদস্যরা চলাফেরা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এখান দিয়ে যাতায়াত করে। গ্রামের সবাই রাস্তাটি দিয়ে মাঠের যাবতীয় ফসল বাড়িতে আনা-নেওয়া করেন। কিন্তু শাকপালদিয়া গ্রামের ছমির মোল্লা ও তার লোকজন ১৭ দিন ধরে যাতায়াতের রাস্তাটি পাটকাঠির পালা দিয়ে জোরপূর্বক বন্ধ রেখেছেন। এতে কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। তাদের রাস্তা থেকে পাটকাঠির পালা সরানোর কথা বললেও কারও কোনো কথা শোনেন না।

এ বিষয়ে জানতে চাইলে ছমির মোল্লা বলেন, রাস্তাটি দিয়ে এলাকার কয়েকশ মানুষ চলাচল করে এটা ঠিক। কিন্তু পার্শ্ববর্তী কয়েকটি গাছের কারণে রাস্তার উন্নয়ন সম্ভব হচ্ছে না। গাছগুলো কেটে না নেওয়ায় আমি ক্ষোভে রাস্তা বন্ধ রেখেছি।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য উপজেলা এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

নগরকান্দাতে পাটকাঠি দিয়ে গ্রামীণ রাস্তা বন্ধের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাটকাঠির পালা দিয়ে চলাচলের গ্রামীণ রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে ১৭ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে ২০ পরিবার।

এ নিয়ে ৩০ মার্চ নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও জানাজানি হয়েছে সোমবার (৩ এপ্রিল)। উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের আ. ছত্তার শেখের ছেলে মো. আজিজুল হোসেন ওরফে রানা এ অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ছিমাইলের খালপাড়ের রাস্তাটি দিয়ে প্রতিদিন ২০ পরিবারের সদস্যরা চলাফেরা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এখান দিয়ে যাতায়াত করে। গ্রামের সবাই রাস্তাটি দিয়ে মাঠের যাবতীয় ফসল বাড়িতে আনা-নেওয়া করেন। কিন্তু শাকপালদিয়া গ্রামের ছমির মোল্লা ও তার লোকজন ১৭ দিন ধরে যাতায়াতের রাস্তাটি পাটকাঠির পালা দিয়ে জোরপূর্বক বন্ধ রেখেছেন। এতে কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। তাদের রাস্তা থেকে পাটকাঠির পালা সরানোর কথা বললেও কারও কোনো কথা শোনেন না।

এ বিষয়ে জানতে চাইলে ছমির মোল্লা বলেন, রাস্তাটি দিয়ে এলাকার কয়েকশ মানুষ চলাচল করে এটা ঠিক। কিন্তু পার্শ্ববর্তী কয়েকটি গাছের কারণে রাস্তার উন্নয়ন সম্ভব হচ্ছে না। গাছগুলো কেটে না নেওয়ায় আমি ক্ষোভে রাস্তা বন্ধ রেখেছি।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য উপজেলা এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।