Dhaka শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধূমপান ছাড়ার প্রশ্নে যা বললেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ২৪৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পুত্র আরিয়ান খানের মাদক-কাণ্ডের পর জীবনযাত্রায় বেশ পরিবর্তন এনেছেন শাহরুখ খান। এখন আর আগের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দেন না বলিউড বাদশাহ। তার বদলে কথা বলেন সামাজিক মাধ্যমে। সেখানেই এমন কিছু শাহরুখ লিখলেন যে, জল চলে এলো তার অনুরাগীদের চোখে।

তবে এখন মাঝে মধ্যে দেখা পাওয়া যায় মান্নাতের ছাদে, নয়তো টুইটারে। ‘পাঠান’ মুক্তির আগে থেকে ‘আস্কএসআরকে সেশন’ শুরু করেন অভিনেতা। সেখানেই অনুরাগীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তার সব ধরনের যোগাযোগ রাখেন। সোমবার (১৩ জুন) টুইটারে কিছুক্ষণের জন্য নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হন বাদশা।

যুক্ত হন ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে। সেখানেই এক অনুরাগী তার ঘন ঘন ধূমপানে অভ্যস নিয়ে প্রশ্ন করেন। এর জবাব চোখে পানি এসে যায় অনুরাগীর।

অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেন- এর আগে আপনি কি সিগারেট খাওয়া ছেড়েছেন, আসলেই কি ছেড়েছেন? উত্তরে বাদশা তার রসবোধের ছাপ রাখতে ভোলেননি। অনুরাগীর প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘হ্যাঁ সে মিথ্যা বলেছিল! চারিদিকে ধোঁয়ায় ঢাকা এবং হাতে তার ক্যানসার হওয়ার চাবিকাঠি।’

বাদশার এমন উত্তরে রীতিমতো চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। উদ্বিগ্ন হয়ে তারা লেখেন, এটা কী বললেন! চোখে জল চলে এল। আপনার কখনোই কিছু হতে পারে না। আপনাকে থাকতেই হবে। কারণ, এই দুনিয়ায় আরও আরও বেশি পরিমাণে ভালোবাসার প্রয়োজন।

আরও এক ব্যক্তি লেখেন, দয়া করে এ সব বলবেন না। ভয় লাগে। আমি সব সময় প্রার্থনা করি, যাতে আপনি সুস্থ থাকেন। অন্য একজন লেখেন, আপনি সবসময় খুশি থাকুন স্বাস্থ্যের খেয়াল রাখুন।

ঘন ঘন ধূমপানে অভ্যস্থ শাহরুখ। কালো কফি, কবাব আর সিগারেটই নাকি তার ডায়েট। এভাবেই চলছে বছরের পর বছর। পুরনো কোনো অভ্যাসই যে তিনি ত্যাগ করেননি সেটাই স্পষ্ট করলেন বাদশা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন সামনে রেখে রেলের ক্ষতিসাধন রোধে সতর্ক থাকার নির্দেশ

ধূমপান ছাড়ার প্রশ্নে যা বললেন শাহরুখ

প্রকাশের সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

পুত্র আরিয়ান খানের মাদক-কাণ্ডের পর জীবনযাত্রায় বেশ পরিবর্তন এনেছেন শাহরুখ খান। এখন আর আগের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দেন না বলিউড বাদশাহ। তার বদলে কথা বলেন সামাজিক মাধ্যমে। সেখানেই এমন কিছু শাহরুখ লিখলেন যে, জল চলে এলো তার অনুরাগীদের চোখে।

তবে এখন মাঝে মধ্যে দেখা পাওয়া যায় মান্নাতের ছাদে, নয়তো টুইটারে। ‘পাঠান’ মুক্তির আগে থেকে ‘আস্কএসআরকে সেশন’ শুরু করেন অভিনেতা। সেখানেই অনুরাগীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তার সব ধরনের যোগাযোগ রাখেন। সোমবার (১৩ জুন) টুইটারে কিছুক্ষণের জন্য নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হন বাদশা।

যুক্ত হন ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে। সেখানেই এক অনুরাগী তার ঘন ঘন ধূমপানে অভ্যস নিয়ে প্রশ্ন করেন। এর জবাব চোখে পানি এসে যায় অনুরাগীর।

অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেন- এর আগে আপনি কি সিগারেট খাওয়া ছেড়েছেন, আসলেই কি ছেড়েছেন? উত্তরে বাদশা তার রসবোধের ছাপ রাখতে ভোলেননি। অনুরাগীর প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘হ্যাঁ সে মিথ্যা বলেছিল! চারিদিকে ধোঁয়ায় ঢাকা এবং হাতে তার ক্যানসার হওয়ার চাবিকাঠি।’

বাদশার এমন উত্তরে রীতিমতো চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। উদ্বিগ্ন হয়ে তারা লেখেন, এটা কী বললেন! চোখে জল চলে এল। আপনার কখনোই কিছু হতে পারে না। আপনাকে থাকতেই হবে। কারণ, এই দুনিয়ায় আরও আরও বেশি পরিমাণে ভালোবাসার প্রয়োজন।

আরও এক ব্যক্তি লেখেন, দয়া করে এ সব বলবেন না। ভয় লাগে। আমি সব সময় প্রার্থনা করি, যাতে আপনি সুস্থ থাকেন। অন্য একজন লেখেন, আপনি সবসময় খুশি থাকুন স্বাস্থ্যের খেয়াল রাখুন।

ঘন ঘন ধূমপানে অভ্যস্থ শাহরুখ। কালো কফি, কবাব আর সিগারেটই নাকি তার ডায়েট। এভাবেই চলছে বছরের পর বছর। পুরনো কোনো অভ্যাসই যে তিনি ত্যাগ করেননি সেটাই স্পষ্ট করলেন বাদশা।