Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিধা’য় শাকিব-ইধিকার রোমান্টিক লুক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সবচেয়ে আলোচিত ছবির মধ্যে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবির টিজার এরইমধ্যে শাকিবিয়ানদের নজরে কেড়েছে।

এবার এলো নতুন চমক। বুধবার (১২ মার্চ) ছবিটির গানের টিজার উম্মুক্ত হয়েছে নেট দুনিয়ায়। ‘দ্বিধা’ নামের সে গানের পূর্বাভাস নিয়ে রীতিমতো হইচই পড়েছে দর্শকমহলে। সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে; যেখানে দেখা মিলল শাকিব-ইধিকার রোমান্টিক লুক।

‘কখনও বুঝি তোমায়, কখনও বুঝি না’ শিরোনামের গানটি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজ থেকে অন্তর্জালে মুক্তি দেওয়া হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন প্রিতম হাসান।

গানের টিজার রোমান্টিক লুকে ধরা দিয়েছেন শাকিব। সেখানে দেখা গেছে, ইধিকা পাল চকলেট হাতে শাকিবের দিকে এগিয়ে আসছেন। একটু সামনে এসে নায়কের হাত চকলেটা দিতে পেরে হাসিমুখ নায়িকার।
জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’।

গানের টিজারটি মন ভরিয়েছে শাকিবিয়ানদের। মন্তব্যের ঘরে মুগ্ধতা রেখেছেন তারা। একজন লিখেছেন, একেই বলে হিরো, চেহারাটা দেখছেন মাশাআল্লাহ পুরাই আগুন। অন্য এক ভক্ত লিখেছেন, লুক দেখে পুরাই ফিদা বস। এইবার ঈদে সব বরবাদ হয়ে যাবে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দ্বিধা’য় শাকিব-ইধিকার রোমান্টিক লুক

প্রকাশের সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বিনোদন ডেস্ক : 

এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সবচেয়ে আলোচিত ছবির মধ্যে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবির টিজার এরইমধ্যে শাকিবিয়ানদের নজরে কেড়েছে।

এবার এলো নতুন চমক। বুধবার (১২ মার্চ) ছবিটির গানের টিজার উম্মুক্ত হয়েছে নেট দুনিয়ায়। ‘দ্বিধা’ নামের সে গানের পূর্বাভাস নিয়ে রীতিমতো হইচই পড়েছে দর্শকমহলে। সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে; যেখানে দেখা মিলল শাকিব-ইধিকার রোমান্টিক লুক।

‘কখনও বুঝি তোমায়, কখনও বুঝি না’ শিরোনামের গানটি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজ থেকে অন্তর্জালে মুক্তি দেওয়া হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন প্রিতম হাসান।

গানের টিজার রোমান্টিক লুকে ধরা দিয়েছেন শাকিব। সেখানে দেখা গেছে, ইধিকা পাল চকলেট হাতে শাকিবের দিকে এগিয়ে আসছেন। একটু সামনে এসে নায়কের হাত চকলেটা দিতে পেরে হাসিমুখ নায়িকার।
জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’।

গানের টিজারটি মন ভরিয়েছে শাকিবিয়ানদের। মন্তব্যের ঘরে মুগ্ধতা রেখেছেন তারা। একজন লিখেছেন, একেই বলে হিরো, চেহারাটা দেখছেন মাশাআল্লাহ পুরাই আগুন। অন্য এক ভক্ত লিখেছেন, লুক দেখে পুরাই ফিদা বস। এইবার ঈদে সব বরবাদ হয়ে যাবে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।