Dhaka বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী পলাশ হোসেন গণপিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার সময় যশোর রোড সলুয়া বাজার সলুয়া ডিগ্রি কলেজ গেটের সামনে মেসার্স কামরুল স্টোরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৩৫) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। তিনি সলুয়া বাজারে মুদি ব্যবসা করতেন। গণপিটুনিতে নিহত মোহাম্মদ পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা নিয়ে দুই বছর ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এ সময় চৌগাছা থানাধীন সলুয়া কলেজের সামনে পৌঁছালে আব্দুল আলিম পলাশ (৩৪) নামের এক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। পলাশ ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। হামলার পর ঘটনাস্থলে রফিকুল ইসলাম লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসক রফিকুল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় নড়াইলে তিনি মারা যান। পরে স্বজনেরা তাঁকে যশোর এনে হাসপাতালের মর্গে রাখেন।

এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় তাঁর স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলে। বিক্ষুব্ধ জনতার বেধড়ক পিটুনিতে পলাশ গুরুতর আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, পলাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। আর রফিকুলের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

প্রকাশের সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী পলাশ হোসেন গণপিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার সময় যশোর রোড সলুয়া বাজার সলুয়া ডিগ্রি কলেজ গেটের সামনে মেসার্স কামরুল স্টোরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৩৫) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। তিনি সলুয়া বাজারে মুদি ব্যবসা করতেন। গণপিটুনিতে নিহত মোহাম্মদ পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা নিয়ে দুই বছর ধরে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এ সময় চৌগাছা থানাধীন সলুয়া কলেজের সামনে পৌঁছালে আব্দুল আলিম পলাশ (৩৪) নামের এক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। পলাশ ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। হামলার পর ঘটনাস্থলে রফিকুল ইসলাম লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসক রফিকুল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় নড়াইলে তিনি মারা যান। পরে স্বজনেরা তাঁকে যশোর এনে হাসপাতালের মর্গে রাখেন।

এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় তাঁর স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলে। বিক্ষুব্ধ জনতার বেধড়ক পিটুনিতে পলাশ গুরুতর আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, পলাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। আর রফিকুলের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।