Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে শুক্রবার (১৩ জুন) রাত পর্যন্ত ১৬ হাজার ৪৬৯ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৮ এবং ১৪ হাজার ৩৮১ জন বেসরকারি ব্যবস্থাপনার দেশে ফিরেছেন।

শনিবার (১৪ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৪ হাজার ৫৭৪, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ হাজার ৯৯৯ জন দেশে ফিরেছেন। মোট ৪২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ১২টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ১৫টি সাউদিয়ার এবং ১৫টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৫২ হাজার ৭৩৯টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২১ হাজার ১৯৫টি সেবা প্রদান করেছে।

এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন । তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে ১৮ জন মক্কায়, ৮ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন। জেদ্দা, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যু ঘটেনি।

সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ২২৫ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। তাদের মধ্যে এখনো ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন।

হজ ব্যবস্থাপনা অফিস জানায়, কর্তৃপক্ষ বাংলাদেশিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান এ কার্যক্রম ও স্বাস্থ্যসেবার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ৫ দফা দাবিতে ১৫ দিনের আলটিমেটাম (ভিডিও)

দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

প্রকাশের সময় : ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে শুক্রবার (১৩ জুন) রাত পর্যন্ত ১৬ হাজার ৪৬৯ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৮ এবং ১৪ হাজার ৩৮১ জন বেসরকারি ব্যবস্থাপনার দেশে ফিরেছেন।

শনিবার (১৪ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৪ হাজার ৫৭৪, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ হাজার ৯৯৯ জন দেশে ফিরেছেন। মোট ৪২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ১২টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ১৫টি সাউদিয়ার এবং ১৫টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৫২ হাজার ৭৩৯টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২১ হাজার ১৯৫টি সেবা প্রদান করেছে।

এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন । তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে ১৮ জন মক্কায়, ৮ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন। জেদ্দা, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যু ঘটেনি।

সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ২২৫ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। তাদের মধ্যে এখনো ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন।

হজ ব্যবস্থাপনা অফিস জানায়, কর্তৃপক্ষ বাংলাদেশিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান এ কার্যক্রম ও স্বাস্থ্যসেবার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।