Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে এখন আওয়ামী লীগের জমিদারি প্রথা চলছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

দেশে এখন আওয়ামী লীগের জমিদারি প্রথা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র বিকাশিত হওয়ার কথা, সেখান থেকে নামিয়ে আসা হয়ে হয়েছে শেখ হাসিনা জমিদারি প্রথায়। দেশে চলছে এখন আওয়ামী লীগের জমিদারি প্রথা। এই জমিদারি প্রথার নায়েব হচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ সাহেবরা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা তুলে ধরে রিজভী বলেন, একটা দুঃসহ পরিস্থিতি অতিক্রম করছি আমরা। গণতন্ত্রের প্রতীক, যিনি বার বার এ দেশের মানুষকে আলো দেখিয়েছেন, গণতন্ত্রের নিশানা দেখিয়েছেন স্বৈরাচারের অন্ধকার কুঠুরির থেকে। সেই প্রিয় নেত্রী, তিনি আজ বন্দী।

বিএনপির শক্তি শেষ হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির শক্তি শেষ হয়েছে গেছে কি না, এটা আপনি খুব ভালো করে জানেন। নেতাকর্মীদের গ্রেফতার করলেন তারপরও বিএনপির পথ চলা এবং অগ্রযাত্রা রুখতে পেরেছেন?

ভারত ‘৭১ সালের মতো আমাদের পাশে দাঁড়িয়েছে- এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ভারত ওবায়দুল কাদেরের পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। ডামি নির্বাচন করে সুষ্ঠু নির্বাচনকে আজিমপুর কবরস্থানে দাফন করেছেন। ভারত এ দেশের জনগণের পাশে দাঁড়ায়নি। সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়ায়নি।

রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত চুক্তি করার পরও ভারত বাংলাদেশিদের হত্যা করছে। ভারতের বিএসএফ’র হাতে প্রতিদিন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী কী পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার সেটা আপনি পাননি।

তিনি বলেন, ব্রিকসের সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলেনি। অথচ ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো।

রিজভী বলেন, ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসন থেকে নির্বাচন করেছেন সাইফুল আলম নীরব। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না, এমপি হতেন নীরব। শুধুমাত্র প্রার্থী হওয়ার কারণে সে আজ কারাগারে, অন্য কোনো কারণে না।

তিনি বলেন, মুসলমানদের আনন্দের উৎসব হচ্ছে ঈদ, হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা আর শেখ হাসিনার আনন্দের দিন-উৎসবের দিন হচ্ছে কারাগার বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ হয়েছে কি না তা নিশ্চিত হলে।

তিনি আরো বলেন, আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বিলিয়ন ডলার বলা হচ্ছে। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। এই যে দেশে অভাব অনটন আসছে আপনি এর প্রতিবাদ করতে যাবেন আপনাকে কারাগারে যেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

দেশে এখন আওয়ামী লীগের জমিদারি প্রথা চলছে : রিজভী

প্রকাশের সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দেশে এখন আওয়ামী লীগের জমিদারি প্রথা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র বিকাশিত হওয়ার কথা, সেখান থেকে নামিয়ে আসা হয়ে হয়েছে শেখ হাসিনা জমিদারি প্রথায়। দেশে চলছে এখন আওয়ামী লীগের জমিদারি প্রথা। এই জমিদারি প্রথার নায়েব হচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ সাহেবরা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা তুলে ধরে রিজভী বলেন, একটা দুঃসহ পরিস্থিতি অতিক্রম করছি আমরা। গণতন্ত্রের প্রতীক, যিনি বার বার এ দেশের মানুষকে আলো দেখিয়েছেন, গণতন্ত্রের নিশানা দেখিয়েছেন স্বৈরাচারের অন্ধকার কুঠুরির থেকে। সেই প্রিয় নেত্রী, তিনি আজ বন্দী।

বিএনপির শক্তি শেষ হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির শক্তি শেষ হয়েছে গেছে কি না, এটা আপনি খুব ভালো করে জানেন। নেতাকর্মীদের গ্রেফতার করলেন তারপরও বিএনপির পথ চলা এবং অগ্রযাত্রা রুখতে পেরেছেন?

ভারত ‘৭১ সালের মতো আমাদের পাশে দাঁড়িয়েছে- এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ভারত ওবায়দুল কাদেরের পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। ডামি নির্বাচন করে সুষ্ঠু নির্বাচনকে আজিমপুর কবরস্থানে দাফন করেছেন। ভারত এ দেশের জনগণের পাশে দাঁড়ায়নি। সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়ায়নি।

রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত চুক্তি করার পরও ভারত বাংলাদেশিদের হত্যা করছে। ভারতের বিএসএফ’র হাতে প্রতিদিন বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী কী পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার সেটা আপনি পাননি।

তিনি বলেন, ব্রিকসের সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলেনি। অথচ ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো।

রিজভী বলেন, ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসন থেকে নির্বাচন করেছেন সাইফুল আলম নীরব। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না, এমপি হতেন নীরব। শুধুমাত্র প্রার্থী হওয়ার কারণে সে আজ কারাগারে, অন্য কোনো কারণে না।

তিনি বলেন, মুসলমানদের আনন্দের উৎসব হচ্ছে ঈদ, হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা আর শেখ হাসিনার আনন্দের দিন-উৎসবের দিন হচ্ছে কারাগার বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ হয়েছে কি না তা নিশ্চিত হলে।

তিনি আরো বলেন, আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বিলিয়ন ডলার বলা হচ্ছে। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। এই যে দেশে অভাব অনটন আসছে আপনি এর প্রতিবাদ করতে যাবেন আপনাকে কারাগারে যেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে।