Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জ পৌর সড়কে খানাখন্দে বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক : 

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লার সড়কগুলো গত কয়েক বছরে খনাখন্দে পরিণত হয়েছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজারিপাড়া নওয়াব আলী সড়কের করুণ দশা প্রায় গত তিন বছর ধরে। একদিনের সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে পনের দিন। এতে পানিবন্দি হয় ঐ মহল্লার প্রায় দু’শত পরিবার। জরুরিভাবে সংস্কারের দাবি করেছেন পৌরবাসী।

পৌরসভার সড়কগুলো সরেজমিন পরিদর্শন করে দেখা যায়Ñ পশ্চিম বানিয়ানিরচর, পশ্চিম গামারিয়া, কামারপাড়া, কাকেরভিটা, কালিতলা, গোহাটি শহীদ হাসেম সড়ক, কলেজ মোড়, ডালবাড়ী, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল, গালর্স স্কুল, দেওয়ানগঞ্জ বাজার জিরোপয়েন্ট সাকুয়াত মোড়, দক্ষিণ চিকাজানি চৌরাস্তা, চিকাজানি মিয়াবাড়ি সড়ক, বেপাড়িপাড়া, ঠোটাপাড়া, বেলতলী লোক মসজিদ সড়ক, হাপাতাল সড়কসহ প্রতিটি সড়ক খনাখন্দে ভরা।

স্থানীয় বাসিন্দারা  জানায়, জমাট বাঁধা কুচকুচে কালো নোংরা পানির ওপর দিয়েই যাতায়াত করে এলাকাবাসী। প্রতিদিন সকালে বড় বেগ পোহাতে হয় স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থী ও অভিভাবকদের। বাড়ি থেকে জুতা পড়ে এসে, জুতা খুলে রাস্তা পাড় হয়ে পুনরায় পা পরিস্কার করে জুতা পড়তে হয়। এ যেনো শুকনো মৌসুমে বর্ষার ভোগান্তি। এছাড়াও প্রতিদিন রাস্তা পাড় হওয়ার সময় পা পিছলে, অনেক সময় জানবাহনের ছিটকে দেয়া পানি দ¦ারা পোশাক নষ্ট হয়। নোংরা পোশাকেই যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে। সড়কটিতে বাইসাইকেল এবং মোটরসাইকেল দুর্ঘটনা নিত্য ঘটনা। মহল্লার অসুস্থ রোগীদের নিয়ে থাকতে হয় বিশেষ চিন্তায়। রাতের বেলা জরুরি প্রয়োজনে হসপিটাল যাওয়া যেনো অসম্ভব। বিকল্প পথে ঘুরে গেলে দ্বিগুন সময় ব্যয়ে রোগীর বারোটা বেজে যাবে। আমাদের সড়কগুলোর খনাখন্দে বেহাল দশা, সংস্কার করা জরুরি প্রয়োজন।

একই এলাকার বাসিন্দ সুজন বলেন, এই নোংরা পানির ওপর দিয়ে চলাফেরা করার কারণে আমাদের মহল্লার অনেক ছেলে-মেয়ে, মা-বোনের পায়ে ঘাঁসহ বিভিন্ন ধরনের চর্ম রোগ হয়েছে। সেই সাথে দুর্গন্ধে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়েছে পুরো মহল্লাবাসীর।

স্থানীয়রা আরো জানান, ইতোমধ্যে দেওয়ানগঞ্জ পৌর মেয়র রাস্তাটি পরিদর্শ করেছেন। তার কাছে আমাদের প্রাণের দাবি, যেন খুব দ্রুত সড়কটি সংস্কার করা হয়।

এ প্রসঙ্গে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম খন্দকার খোকা জানান, রাস্তা মেরামত খুব শীঘ্রই শুরু করা হবে। আপাতত ভোগান্তি কিছুটা কমানোর জন্য রাবিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

৫নং ওয়ার্ড কাউন্সিলর মহসনি আলী বিপ্লব জানান, কলেজ রোডসহ অন্যান্য সড়কের টেন্ডার হয়েছে অল্প কিছুদিনের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

দেওয়ানগঞ্জ পৌর সড়কে খানাখন্দে বেহাল দশা

প্রকাশের সময় : ০৩:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লার সড়কগুলো গত কয়েক বছরে খনাখন্দে পরিণত হয়েছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজারিপাড়া নওয়াব আলী সড়কের করুণ দশা প্রায় গত তিন বছর ধরে। একদিনের সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে পনের দিন। এতে পানিবন্দি হয় ঐ মহল্লার প্রায় দু’শত পরিবার। জরুরিভাবে সংস্কারের দাবি করেছেন পৌরবাসী।

পৌরসভার সড়কগুলো সরেজমিন পরিদর্শন করে দেখা যায়Ñ পশ্চিম বানিয়ানিরচর, পশ্চিম গামারিয়া, কামারপাড়া, কাকেরভিটা, কালিতলা, গোহাটি শহীদ হাসেম সড়ক, কলেজ মোড়, ডালবাড়ী, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল, গালর্স স্কুল, দেওয়ানগঞ্জ বাজার জিরোপয়েন্ট সাকুয়াত মোড়, দক্ষিণ চিকাজানি চৌরাস্তা, চিকাজানি মিয়াবাড়ি সড়ক, বেপাড়িপাড়া, ঠোটাপাড়া, বেলতলী লোক মসজিদ সড়ক, হাপাতাল সড়কসহ প্রতিটি সড়ক খনাখন্দে ভরা।

স্থানীয় বাসিন্দারা  জানায়, জমাট বাঁধা কুচকুচে কালো নোংরা পানির ওপর দিয়েই যাতায়াত করে এলাকাবাসী। প্রতিদিন সকালে বড় বেগ পোহাতে হয় স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থী ও অভিভাবকদের। বাড়ি থেকে জুতা পড়ে এসে, জুতা খুলে রাস্তা পাড় হয়ে পুনরায় পা পরিস্কার করে জুতা পড়তে হয়। এ যেনো শুকনো মৌসুমে বর্ষার ভোগান্তি। এছাড়াও প্রতিদিন রাস্তা পাড় হওয়ার সময় পা পিছলে, অনেক সময় জানবাহনের ছিটকে দেয়া পানি দ¦ারা পোশাক নষ্ট হয়। নোংরা পোশাকেই যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে। সড়কটিতে বাইসাইকেল এবং মোটরসাইকেল দুর্ঘটনা নিত্য ঘটনা। মহল্লার অসুস্থ রোগীদের নিয়ে থাকতে হয় বিশেষ চিন্তায়। রাতের বেলা জরুরি প্রয়োজনে হসপিটাল যাওয়া যেনো অসম্ভব। বিকল্প পথে ঘুরে গেলে দ্বিগুন সময় ব্যয়ে রোগীর বারোটা বেজে যাবে। আমাদের সড়কগুলোর খনাখন্দে বেহাল দশা, সংস্কার করা জরুরি প্রয়োজন।

একই এলাকার বাসিন্দ সুজন বলেন, এই নোংরা পানির ওপর দিয়ে চলাফেরা করার কারণে আমাদের মহল্লার অনেক ছেলে-মেয়ে, মা-বোনের পায়ে ঘাঁসহ বিভিন্ন ধরনের চর্ম রোগ হয়েছে। সেই সাথে দুর্গন্ধে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়েছে পুরো মহল্লাবাসীর।

স্থানীয়রা আরো জানান, ইতোমধ্যে দেওয়ানগঞ্জ পৌর মেয়র রাস্তাটি পরিদর্শ করেছেন। তার কাছে আমাদের প্রাণের দাবি, যেন খুব দ্রুত সড়কটি সংস্কার করা হয়।

এ প্রসঙ্গে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম খন্দকার খোকা জানান, রাস্তা মেরামত খুব শীঘ্রই শুরু করা হবে। আপাতত ভোগান্তি কিছুটা কমানোর জন্য রাবিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

৫নং ওয়ার্ড কাউন্সিলর মহসনি আলী বিপ্লব জানান, কলেজ রোডসহ অন্যান্য সড়কের টেন্ডার হয়েছে অল্প কিছুদিনের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।