Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই মহাসড়কে ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ২৮ রাউন্ড গুলি, পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকারের নেতৃত্বে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি রাতের বেলায় মহাসড়কের নির্জন স্থানে যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

দুইটি ডাকাতি মামলার সূত্র ধরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, মহাসড়কে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি ঘটনার কথা উল্লেখ করে পুলিশ সুপার জানান, ২৬ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রাইভেটকার থামিয়ে তাকে ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয়। পরবর্তীতে ওই ঘটনার তদন্তে মো. কামাল পহলানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়, যার তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদেরও আটক করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে মো. আলমগীর, রাজিব হাওলাদার, মো. মোখলেছ, মো. রবিন এবং মোহাম্মদ হেলাল রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি মোবাইল ফোন, দুটি বিদেশি হ্যান্ডব্যাগ, ২টি ডেবিট ও ১টি ক্রেডিট কার্ড।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় রাহাত মিয়া ও মো. শাহীন নামের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ এই ডাকাতির পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা তাও তদন্ত করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

দুই মহাসড়কে ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

প্রকাশের সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ২৮ রাউন্ড গুলি, পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকারের নেতৃত্বে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি রাতের বেলায় মহাসড়কের নির্জন স্থানে যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

দুইটি ডাকাতি মামলার সূত্র ধরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, মহাসড়কে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি ঘটনার কথা উল্লেখ করে পুলিশ সুপার জানান, ২৬ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রাইভেটকার থামিয়ে তাকে ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয়। পরবর্তীতে ওই ঘটনার তদন্তে মো. কামাল পহলানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়, যার তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদেরও আটক করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে মো. আলমগীর, রাজিব হাওলাদার, মো. মোখলেছ, মো. রবিন এবং মোহাম্মদ হেলাল রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি মোবাইল ফোন, দুটি বিদেশি হ্যান্ডব্যাগ, ২টি ডেবিট ও ১টি ক্রেডিট কার্ড।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় রাহাত মিয়া ও মো. শাহীন নামের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ এই ডাকাতির পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা তাও তদন্ত করছে।