এবার দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বেপরোয়া চলার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়কে।
নিহতরা হলেন- রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের লাশ দুটি উদ্ধার করেছে।
আরও পড়ুন : আমার প্রতিটি সকাল শুরু হয় দুর্ঘটনার সংবাদ দিয়ে : সেতুমন্ত্রী
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, একটি মালবাহী লংভেহিকেল চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলো। সোমবার সকালে তাড়াশের খালকুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই উভয় গাড়ির চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।