Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘদিন পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত্যাগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, আমাদের সঙ্গে তার (প্রধানমন্ত্রী) কোনো কাজ ছিল না। তিনি কিছু সময় বসেছেন। তবে কোনো বৈঠক হয়নি।

জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন। সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকার প্রধানের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে গেলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘদিন পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত্যাগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, আমাদের সঙ্গে তার (প্রধানমন্ত্রী) কোনো কাজ ছিল না। তিনি কিছু সময় বসেছেন। তবে কোনো বৈঠক হয়নি।

জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন। সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকার প্রধানের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে গেলেন তিনি।