আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের দিল্লি বিমানবন্দরের রানওয়েতে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি উড়োজাহাজ। এতে প্রাণে বেঁচে গেছেন তিন শতাধিক যাত্রী।
বুধবার (২৩ আগস্ট) বিমান বন্দরটি থেকে যখন একটি প্লেনকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয় ঠিক একই সময়ে অন্য একটি ছিল নামার অপেক্ষায়। এমন পরিস্থিতি কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশনায় উড্ডয়ন বাতিল করা হয়। এতে বড় সংঘর্ষ থেকে রক্ষা পায় প্লেন দুইটি। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানায়, আহমেদাবাদ-দিল্লির বিমানকে ল্যান্ডিংয়ের পর পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন ২৯এল রানওয়ে ধরেই পার্কিং বে-র দিকে এগোচ্ছিল বিমানটি।
২৯আর রানওয়ে পেরিয়ে পার্কিংয়ের দিকে যাওয়ার কথা ছিল। অথচ ২৯আর রানওয়ে ধরেই টেক অফ করার নির্দেশ দেওয়া হয় দিল্লি-বাগডোগরা বিমানকে। ফলে দ্রুতগতিতে ছুটে আসা দুই বিমানের সংঘর্ষ একেবারে নিশ্চিত হয়ে পড়ে।
একেবারে শেষ মুহূর্তে রানওয়ে পেরোনোর আগেই আহমেদাবাদ-দিল্লি বিমানের পাইলট দেখতে পান, টেক অফের প্রস্তুতি নিচ্ছে দিল্লি-বাগডোগরার বিমানটি। তিনি সঙ্গে সঙ্গেই এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তাদের জানান বিষয়টি।
বিমানের টেক অফ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পার্কিং বে পর্যন্ত চলে যাওয়ার পরে উড্ডয়নের অনুমতি দেওয়া হয় বাগডোগরার বিমানটিকে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীবাহী বিমান দুটি রক্ষা পায়। দিল্লি বিমানবন্দরের এই ঘটনায় প্রশ্ন উঠেছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা নিয়ে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিয়ম অনুযায়ী একটি রানওয়েতে ল্যান্ডিং বা টেক অফের সময়ে অন্য কোনো উড়োজাহাজ চলাচল করে না দিল্লি বিমানবন্দরে। তা সত্ত্বেও কী করে একই রানওয়েতে দুটি উড়োজাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।