Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে শোবার ঘরে পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের বীরগঞ্জে শোবার ঘর থেকে রেজিয়া খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের পশ্চিম ধনগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধা রেজিয়া খাতুন পূর্ব ধনগাঁও গ্রামের সবদুল ইসলামের স্ত্রী।

বীরগঞ্জ থানার অফিসার মো. মুজিবুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলামসহ দিনাজপুর সদর সার্কেল জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছেন।

ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানসহ পুলিশের একাধিক টিম।

স্থানীয়রা জানান, যে বা যারাই এই বৃদ্ধাকে ঘরে ঢুকে হত্যা করেছে। তাদের উপযুক্ত বিচার চাই। আমরা এই হত্যার ন্যায্য বিচার চাই।

নিহতের বড় ছেলে রুহুল মিয়া বলেন, আমি বীরগঞ্জে অবস্থান করি। সকালে খবর পেয়ে বাড়িতে এসেছি। আমি নিজেও বুঝতে পারছি না কারা আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করল। ছোট ভাইসহ ৫ বোন বিভিন্ন এলাকায় বিবাহ হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন, রেজিয়া বেগমের হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।

এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মাধ্যমে জানা যায়, হত্যাকাণ্ডটি বাবা-ছেলে ও মা অর্থাৎ তাদের পারিবারিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে।

বড় ছেলে রুহুল ও তার ছেলে সাদ্দাম প্রায়ই জমি নিয়ে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে বিরোধে লিপ্ত থাকতো। ওই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সবার ধারণা।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর তাদের ট্রাঙ্কে রক্ষিত মুল্যবান দলিলপত্র এবং দেড় লক্ষাধিক টাকা লুট করেছে হত্যাকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে জেলা পিবিআই ও সিআইডির কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদ্ঘাটন হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

দিনাজপুরে শোবার ঘরে পড়েছিল বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের বীরগঞ্জে শোবার ঘর থেকে রেজিয়া খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের পশ্চিম ধনগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধা রেজিয়া খাতুন পূর্ব ধনগাঁও গ্রামের সবদুল ইসলামের স্ত্রী।

বীরগঞ্জ থানার অফিসার মো. মুজিবুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলামসহ দিনাজপুর সদর সার্কেল জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছেন।

ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানসহ পুলিশের একাধিক টিম।

স্থানীয়রা জানান, যে বা যারাই এই বৃদ্ধাকে ঘরে ঢুকে হত্যা করেছে। তাদের উপযুক্ত বিচার চাই। আমরা এই হত্যার ন্যায্য বিচার চাই।

নিহতের বড় ছেলে রুহুল মিয়া বলেন, আমি বীরগঞ্জে অবস্থান করি। সকালে খবর পেয়ে বাড়িতে এসেছি। আমি নিজেও বুঝতে পারছি না কারা আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করল। ছোট ভাইসহ ৫ বোন বিভিন্ন এলাকায় বিবাহ হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন, রেজিয়া বেগমের হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।

এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মাধ্যমে জানা যায়, হত্যাকাণ্ডটি বাবা-ছেলে ও মা অর্থাৎ তাদের পারিবারিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে।

বড় ছেলে রুহুল ও তার ছেলে সাদ্দাম প্রায়ই জমি নিয়ে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে বিরোধে লিপ্ত থাকতো। ওই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সবার ধারণা।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর তাদের ট্রাঙ্কে রক্ষিত মুল্যবান দলিলপত্র এবং দেড় লক্ষাধিক টাকা লুট করেছে হত্যাকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে জেলা পিবিআই ও সিআইডির কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদ্ঘাটন হবে।