দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন মোটরসাইকেলের চালক ও আরোহী।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চিলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রায়পুর গ্রামের আনাররুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও অপরজন মোতালেব (৩৩)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাচ্ছিল পিকআপটি। পথিমধ্যে সকালে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিব্বুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।