Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালক নিহত

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা মাছের খাবার বোঝাই ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন (২৬) জেলার পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর থেকে আলু নিয়ে বরিশাল যাচ্ছিলেন বলে তার ভগ্নিপতি হোসেন জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে হোসেন জানান, সকালে দিনাজপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে বরিশাল যাচ্ছিলেন শাহিন। পথে বিরামপুর চন্ডিপুর এলাকায় পৌঁছালে আলু বোঝাই একটি ট্রাক পেছন থেকে মাছ বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (এসআই) তুহিন বাবু বলেন, সকালে সড়কে দুই ট্রাকের সংঘর্ষে আলু বোঝায় ট্রাকের চালক নিহত হয়েছেন। পরিবারের আপত্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালক নিহত

প্রকাশের সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা মাছের খাবার বোঝাই ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন (২৬) জেলার পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর থেকে আলু নিয়ে বরিশাল যাচ্ছিলেন বলে তার ভগ্নিপতি হোসেন জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে হোসেন জানান, সকালে দিনাজপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে বরিশাল যাচ্ছিলেন শাহিন। পথে বিরামপুর চন্ডিপুর এলাকায় পৌঁছালে আলু বোঝাই একটি ট্রাক পেছন থেকে মাছ বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (এসআই) তুহিন বাবু বলেন, সকালে সড়কে দুই ট্রাকের সংঘর্ষে আলু বোঝায় ট্রাকের চালক নিহত হয়েছেন। পরিবারের আপত্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।