Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে স্থগিত বার্সার ম্যাচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তাই ওসাসুনার বিপক্ষে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৮ মার্চ) রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। দুই দলই তাদের একাদশ ঘোষণা করে এবং খেলোয়াড়রা ওয়ার্ম-আপ শুরু করে দেন। খেলা শুরুর নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে চিকিৎসক গার্সিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা।

বিবৃতিতে জানায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে বার্সেলোনা গভীরভাবে শোকাহত। এই কারণে বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

লা লিগার টুর্নামেন্ট কমিটি পরবর্তীতে ম্যাচটির জন্য নতুন তারিখ নির্ধারণ করবে।

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫৪ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ তিনে আছে।

মিনারো গার্সিয়া ২০১৭ সালে বার্সায় যোগ দেন এবং দীর্ঘদিন ক্লাবের ইনডোর ফুটসাল দলের সঙ্গে কাজ করার পর গত গ্রীষ্মে প্রথম দলের মেডিকেল ইউনিটে যোগ দেন। তবে শনিবার রাতটি তার নামের সঙ্গে চিরকাল জড়িয়ে রইল এক শোকাবহ অধ্যায় হিসেবে।

বার্সার তারকা খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে তাদের শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দলীয় চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে স্থগিত বার্সার ম্যাচ

প্রকাশের সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তাই ওসাসুনার বিপক্ষে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৮ মার্চ) রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। দুই দলই তাদের একাদশ ঘোষণা করে এবং খেলোয়াড়রা ওয়ার্ম-আপ শুরু করে দেন। খেলা শুরুর নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে স্টেডিয়ামের স্পিকারে ম্যাচ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে চিকিৎসক গার্সিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা।

বিবৃতিতে জানায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে বার্সেলোনা গভীরভাবে শোকাহত। এই কারণে বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

লা লিগার টুর্নামেন্ট কমিটি পরবর্তীতে ম্যাচটির জন্য নতুন তারিখ নির্ধারণ করবে।

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫৪ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ তিনে আছে।

মিনারো গার্সিয়া ২০১৭ সালে বার্সায় যোগ দেন এবং দীর্ঘদিন ক্লাবের ইনডোর ফুটসাল দলের সঙ্গে কাজ করার পর গত গ্রীষ্মে প্রথম দলের মেডিকেল ইউনিটে যোগ দেন। তবে শনিবার রাতটি তার নামের সঙ্গে চিরকাল জড়িয়ে রইল এক শোকাবহ অধ্যায় হিসেবে।

বার্সার তারকা খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে তাদের শোক প্রকাশ করেছেন।