Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে আহত ১২

নিজস্ব প্রতিবেদক : 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জাতীয় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও কবি রওশন ঝুনু এবং মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি কাজী নাসির মামুনসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সাংবাদিক রওশন ঝুনু (২২), কবি কাজী নাসির মামুন (৫০), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি মিয়া (২৫), শাহীন মিয়া (৩০)। এছাড়া অপর দুইজনের পরিচয় জানা যায়নি। আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের উকিলবাড়ি এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১২ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে : রিজওয়ানা হাসান

ত্রিশালে নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে আহত ১২

প্রকাশের সময় : ০৭:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জাতীয় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও কবি রওশন ঝুনু এবং মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি কাজী নাসির মামুনসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সাংবাদিক রওশন ঝুনু (২২), কবি কাজী নাসির মামুন (৫০), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি মিয়া (২৫), শাহীন মিয়া (৩০)। এছাড়া অপর দুইজনের পরিচয় জানা যায়নি। আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের উকিলবাড়ি এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১২ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।