বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো অভিনয়ে খুব একটা নিয়মিত না থাকলেও দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সোমবার (২৭ মে) এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনে ফেসবুকে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিশেষ দিনটিতে স্বামীকে নিয়ে পূর্ণিমা লিখেছেন, আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।
এই দুই বছর নিজেদের মতো করে তারা সময়টা উপভোগ করেছেন। এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন, ‘এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’
বিয়ের আগে আশফাকের সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিল। সে প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘বিয়ের অনুষ্ঠানের চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাঁর সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানাই।’ আশফাকের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয় বিয়ে।
এদিকে, ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।
আশফাকুর রহমান রবিনের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয়। এর আগে, ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।
বিনোদন ডেস্ক 

























