বিনোদন ডেস্ক :
‘তুঝে মেরি কাসম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জেনেলিয়া ডি’সুজার। এ সিনেমায় রীতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করতে গিয়েই একেঅপরের প্রেমে পড়েন। এরপর প্রায় এক দশক পর ২০১২ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর অভিনয় থেকে দূর থাকলেও ক্যামেরার সামনে প্রায়ই আসেন রীতেশ-জেনেলিয়া। এবার তেমনি এক ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা। দুই পুত্রসন্তানের পর নাকি তৃতীয় সন্তানের জন্ম হতে চলেছে রীতেশ-জেনেলিয়ার ঘরে।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে বার বার পেটে হাত দিয়ে কিছু আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। যদিও জেনেলিয়ার বেবি বাম্প দেখা যাওয়ার দাবি করেছেন অনেকে।
তবে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এই বিষয়ে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এসময় অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস।
পারারাজ্জিদের দেখামাত্রই বারবার হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, ফের মা হতে চলেছেন জেনেলিয়া। হাত দিয়ে বেবি বাম্পই ঢাকার চেষ্টা করছেন তিনি।
যদিও এ বিষয়ে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ভক্তরা মনে করছেন, খুব শীঘ্রই সুখবর জানাবেন এই জুটি।
বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তান রিয়ানের জন্ম হয়। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম হয়। এবার গুঞ্জন, তৃতীয় বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।