Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের লাল সবুজ জার্সিতে বল হাতে সময়তা দারুণ কাটাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তাসকিন। এবার আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। এরই মাঝে পেলেন সুখবর। তৃতীয়বারের মতো বাবা হলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরও এক কন্যা সন্তান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যেরাতে তাসকিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন।

সেই স্ট্যাটাসে তাসকিন লেখেন,আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এর আগে গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

প্রকাশের সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের লাল সবুজ জার্সিতে বল হাতে সময়তা দারুণ কাটাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তাসকিন। এবার আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। এরই মাঝে পেলেন সুখবর। তৃতীয়বারের মতো বাবা হলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরও এক কন্যা সন্তান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যেরাতে তাসকিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন।

সেই স্ট্যাটাসে তাসকিন লেখেন,আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এর আগে গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।