Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে নৈশ ক্লাবে আগুন, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : 

তুরস্কের ইস্তাম্বুলে মেরামতের সময় একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) এই অগ্নিকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তা ও সংবাদমাধ্যমের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, অন্তত ৮ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেরামতের জন্য নৈশক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে বেসিকতাস জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে নিচতলায় ছিল নৈশক্লাবটি।

ঘটনাস্থলে গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিহতরা মেরামত কাজে জড়িত ছিল।

আইনমন্ত্রী ইলমাজ টুঙ্ক জানিয়েছেন, ক্লাবটির ম্যানেজারসহ পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে একজন মেরামত কাজের দায়িত্বে ছিলেন।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স।

ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়।

ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।”

মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

তুরস্কে নৈশ ক্লাবে আগুন, নিহত ২৯

প্রকাশের সময় : ০৮:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

তুরস্কের ইস্তাম্বুলে মেরামতের সময় একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) এই অগ্নিকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তা ও সংবাদমাধ্যমের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, অন্তত ৮ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেরামতের জন্য নৈশক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে বেসিকতাস জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে নিচতলায় ছিল নৈশক্লাবটি।

ঘটনাস্থলে গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিহতরা মেরামত কাজে জড়িত ছিল।

আইনমন্ত্রী ইলমাজ টুঙ্ক জানিয়েছেন, ক্লাবটির ম্যানেজারসহ পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে একজন মেরামত কাজের দায়িত্বে ছিলেন।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স।

ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়।

ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।”

মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা এ ব্যাপারে কিছু জানানো হয়নি।