Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তুফান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী আগেই পূর্বাভাস দিয়েছিলেন- আজ বিকেলে ৪টায় বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর চৈতালী তুফান বয়ে যেতে পারে। এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন কী চমক নিয়ে আসছেন রাফী?

অবশেষে বুধবার (২৭ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তুফান’ সিনেমার শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ করলেন তিনি। যে পোস্টারকে ঘিরে অন্তর্জাল তুফানি বেগে ঝড় বইতে শুরু করেছে।

ওই পোস্টারে দেখা গেছে, একটি অভিজাত আসনে বসে পায়ের ওপর পা তুলে রয়েছেন শাকিব খান। ঘাড়অব্দি এলোমেলো চুল, চোখে সানগ্লাস, গালে চাপ দাঁড়ি আর ঠোঁটে সিগারেট। পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার। গলায় পরেছেন কালো লকেটের চেইন। তার সামনে রয়েছে একটি একে-৪৭ বন্দুক।

গতকাল সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে তুফানের পূর্ব সংকেত দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশ্যে আসার পর থেকে শাকিবের এই লুক যেন অনলাইনে ‘তুফান’ চালাচ্ছে।

সব মিলিয়ে এ যেন এক অন্য শাকিব! পৃথিবীকে পরোয়া করার সময় নেই তার। এমন অভিব্যক্তি চেহারায়। যাকে এভাবে কেউ দেখেনি। দেখেনি কখনও আগে। আর তাই তো প্রিয় তারকার এমন লুকের তুফানে অনুরাগীরা ভেসে গেলেন মুহূর্তেই।

তাদের ভাষায়, ‘বিশ্বাসই হচ্ছে না এটা শাকিব খান।’ কেউ লিখেছেন, ‘পোড়া আগুন।’ এক ভক্তর ভাষ্য, ‘আমি এক নজরে ১০ মিনিট তাকিয়ে আছি ছবিটার দিকে।’

এভাবেই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ফেসবুকে ‘তুফান’ সিনেমার ফার্স্টলুকে দেখা গেল কিং খানকে। ক্যাপশনে লেখা ‘তুফানে’র ফার্স্টলুক দিয়ে সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

তুফান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ

প্রকাশের সময় : ০৯:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী আগেই পূর্বাভাস দিয়েছিলেন- আজ বিকেলে ৪টায় বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর চৈতালী তুফান বয়ে যেতে পারে। এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন কী চমক নিয়ে আসছেন রাফী?

অবশেষে বুধবার (২৭ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তুফান’ সিনেমার শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ করলেন তিনি। যে পোস্টারকে ঘিরে অন্তর্জাল তুফানি বেগে ঝড় বইতে শুরু করেছে।

ওই পোস্টারে দেখা গেছে, একটি অভিজাত আসনে বসে পায়ের ওপর পা তুলে রয়েছেন শাকিব খান। ঘাড়অব্দি এলোমেলো চুল, চোখে সানগ্লাস, গালে চাপ দাঁড়ি আর ঠোঁটে সিগারেট। পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার। গলায় পরেছেন কালো লকেটের চেইন। তার সামনে রয়েছে একটি একে-৪৭ বন্দুক।

গতকাল সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে তুফানের পূর্ব সংকেত দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশ্যে আসার পর থেকে শাকিবের এই লুক যেন অনলাইনে ‘তুফান’ চালাচ্ছে।

সব মিলিয়ে এ যেন এক অন্য শাকিব! পৃথিবীকে পরোয়া করার সময় নেই তার। এমন অভিব্যক্তি চেহারায়। যাকে এভাবে কেউ দেখেনি। দেখেনি কখনও আগে। আর তাই তো প্রিয় তারকার এমন লুকের তুফানে অনুরাগীরা ভেসে গেলেন মুহূর্তেই।

তাদের ভাষায়, ‘বিশ্বাসই হচ্ছে না এটা শাকিব খান।’ কেউ লিখেছেন, ‘পোড়া আগুন।’ এক ভক্তর ভাষ্য, ‘আমি এক নজরে ১০ মিনিট তাকিয়ে আছি ছবিটার দিকে।’

এভাবেই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ফেসবুকে ‘তুফান’ সিনেমার ফার্স্টলুকে দেখা গেল কিং খানকে। ক্যাপশনে লেখা ‘তুফানে’র ফার্স্টলুক দিয়ে সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করবেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।