নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত তিনদিনে (২৭, ২৮ ও ২৯ জুন) রাজধানী ঢাকা ছেড়েছেন ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ সিম ব্যবহারকারী। একই সময়ে রাজধানীতে ফিরেছেন ২০ লাখ ৬৭ হাজার ৩৬৬ জন।
শুক্রবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, গত ২৭ জুন ঢাকা ছেড়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন গ্রাহক। ২৮ জুন ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ জন গ্রাহক ও ২৯ জুন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন। ২৮ জুন সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। একইভাবে ২৭ জুন ঢাকা প্রবেশ করেছেন সাত ৭৮ হাজার ৫৪৩ জন, ২৮ জুন সাত লাখ ৩২ হাজার ৫৪৪ জন, ২৯ জুন ঢাকায় প্রবেশ করেছেন২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন সিমধারী।
চারটি অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।
পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২৮ জুন ঢাকা ছেড়েছে সর্বোচ্চ সংখ্যক সিম ব্যবহারকারী। ওইদিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ছিল ৩১ লাখ ৪১ হাজার ৪৩০টি।
তিনদিনে ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীণ ফোনের ৩৬ লাখ ৬৫ হাজার ৬৮২ গ্রাহক রয়েছে। এছাড়া রবি আজিয়াটা লিমিটেডের ১২ লাখ ৬৭ হাজার ৭৩১ গ্রাহক, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ২২ লাখ ৬৩ হাজার ৩৪৫ গ্রাহক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ২ লাখ ৪৬ হাজার ৭৬৫ গ্রাহক রয়েছে।
অপরদিকে, তিনদিনে ঢাকায় প্রবেশকারীদের মধ্যে গ্রামীণ ফোনের ৫ লাখ ৪৫ হাজার ১২৫ গ্রাহক, রবি আজিয়াটা লিমিটেডের ২ লাখ ৫১ হাজার ৬২৪ গ্রাহক, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ১১ লাখ ৪ হাজার ৮৭০ গ্রাহক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ লাখ ৬৫ হাজার ৭৪৭ গ্রাহক রয়েছে।