Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন বছর পর ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

তিন বছর আগে ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর নতুন ওয়েব কনটেন্টে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ।

কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করবেন তারা। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নিজের নতুন ওয়েব ফিল্ম নিয়ে অপূর্ব বলেন, অমির সঙ্গে এর আগে আমার অনেক কাজ হয়েছে। মাঝে প্রায় ৫ বছরের মতো আমরা একসঙ্গে কোনো কাজ করিনি। এবার আবারও কাজের সুযোগ এসেছে। আশা করছি ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। কারণ অমি এখন পরিণত একজন পরিচালক। তার নিজের দর্শক রয়েছে। যাদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেন তিনি। সেই বিশ্বাস থেকে বলতে পারি, ভালো কিছু আসছে।

এ সময় ফারিণের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার চরিত্র নিয়ে কথা বলেন অপূর্ব। তিনি বলেন, ওয়েব ফিল্মে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করি। যে খুবই রোমান্টিক থাকে। যার জন্য ভালোও হবে আবার ঝামেলাও হবে। এমনই একটি মিষ্টি গল্পে নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে আমার বিপরীতে অভিনয় করছে ফারিণ। ও দুর্দান্ত একজন অভিনেত্রী। এ ছাড়া যতটা জানলাম আরও যারা অভিনয় করছেন তারা সবাই খুবই দুর্দান্ত। তাই বলাই যায় ভালো কিছু আসছে।

এদিকে তাসনিয়া ফারিণ টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। হচ্ছেন প্রশংসিতও। নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে এই অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। তিনি আমাকে ব্রেক দিয়েছেন। সুযোগ দিয়েছেন ‘এক্স বয়ফ্রেন্ড’-এর মতো দর্শকপ্রিয় নাটকে কাজ করার। এই সুযোগটি না দিলে হয়তো আজকে আমার ফারিণ হওয়া হতো না এবং আপনাদের সামনে বসে আজ কথা বলাও হতো না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ আমাদের ‘অসময়’ ওয়েব ফিল্ম দর্শক দারুণভাবে গ্রহণ করে। এবার আসছে ‘হাউ সুইট’। এর গল্পও আশা কারি দর্শকদের ভালো লাগবে।

এ সময় অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার অভিনেতা, তখন আমি নিউকামার হওয়ার পরও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শক গ্রহণ করেছেন।

এখনই গল্প নিয়ে কিছু জানাতে চান না নির্মাতা অমি। তিনি বলেন, গল্পটা এখন সিক্রেট থাকুক। আমার মনে হয় যে, যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন। আশা করি, ভালোবাসার একটা আবেশ পাওয়া যাবে।

আগামী নভেম্বরে শুরু হবে হাউ সুইটের শুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের ভেতরকার কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। জানা গেছে, সিনেমায় থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে হাউ সুইট।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন বছর পর ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ

প্রকাশের সময় : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক : 

তিন বছর আগে ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর নতুন ওয়েব কনটেন্টে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ।

কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করবেন তারা। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নিজের নতুন ওয়েব ফিল্ম নিয়ে অপূর্ব বলেন, অমির সঙ্গে এর আগে আমার অনেক কাজ হয়েছে। মাঝে প্রায় ৫ বছরের মতো আমরা একসঙ্গে কোনো কাজ করিনি। এবার আবারও কাজের সুযোগ এসেছে। আশা করছি ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। কারণ অমি এখন পরিণত একজন পরিচালক। তার নিজের দর্শক রয়েছে। যাদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেন তিনি। সেই বিশ্বাস থেকে বলতে পারি, ভালো কিছু আসছে।

এ সময় ফারিণের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার চরিত্র নিয়ে কথা বলেন অপূর্ব। তিনি বলেন, ওয়েব ফিল্মে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করি। যে খুবই রোমান্টিক থাকে। যার জন্য ভালোও হবে আবার ঝামেলাও হবে। এমনই একটি মিষ্টি গল্পে নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে আমার বিপরীতে অভিনয় করছে ফারিণ। ও দুর্দান্ত একজন অভিনেত্রী। এ ছাড়া যতটা জানলাম আরও যারা অভিনয় করছেন তারা সবাই খুবই দুর্দান্ত। তাই বলাই যায় ভালো কিছু আসছে।

এদিকে তাসনিয়া ফারিণ টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। হচ্ছেন প্রশংসিতও। নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে এই অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। তিনি আমাকে ব্রেক দিয়েছেন। সুযোগ দিয়েছেন ‘এক্স বয়ফ্রেন্ড’-এর মতো দর্শকপ্রিয় নাটকে কাজ করার। এই সুযোগটি না দিলে হয়তো আজকে আমার ফারিণ হওয়া হতো না এবং আপনাদের সামনে বসে আজ কথা বলাও হতো না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ আমাদের ‘অসময়’ ওয়েব ফিল্ম দর্শক দারুণভাবে গ্রহণ করে। এবার আসছে ‘হাউ সুইট’। এর গল্পও আশা কারি দর্শকদের ভালো লাগবে।

এ সময় অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার অভিনেতা, তখন আমি নিউকামার হওয়ার পরও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শক গ্রহণ করেছেন।

এখনই গল্প নিয়ে কিছু জানাতে চান না নির্মাতা অমি। তিনি বলেন, গল্পটা এখন সিক্রেট থাকুক। আমার মনে হয় যে, যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন। আশা করি, ভালোবাসার একটা আবেশ পাওয়া যাবে।

আগামী নভেম্বরে শুরু হবে হাউ সুইটের শুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের ভেতরকার কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। জানা গেছে, সিনেমায় থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে হাউ সুইট।