Dhaka শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, বিগত আমলে এলাকার জন্য কে কি করছে তা নিয়ে আমি ভাবতে চাই না। এটি আমার রাজনৈতিক বিষয় নয়। আগামী দিনগুলোতে এলাকার উন্নয়নে রাজনীতি করতে চাই। আমার কাছে এর কোনো বিকল্প নেই।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এলাকার যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। এজন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের হাতে কলমে কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। জীবনের উন্নতির জন্য বাস্তবমুখী কারিগরি শিক্ষা অর্জন করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। তবেই আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে অতীতের ন্যায় আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা জানেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার অমানুষিক নির্যাতন ও কষ্ট শিকার হয়েছেন। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই।

লুৎফুজ্জামান বাবর বলেন, বেকারত্বই আমাদের এলাকার সবচেয়ে বড় ও মুখ্য সমস্যা। এই সংকট সমাধানে সরকারি চাকরি, বিদেশে কর্মসংস্থান ও ব্যাবসা— এই তিন পথই কার্যকরভাবে কাজে লাগাতে চাই।

সরকারি চাকরির বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই প্রতিটি পরিবারকে শিক্ষায় বেশি মনোযোগী হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান-দক্ষতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া এখন কোনো জায়গায় টিকে থাকা যায় না। লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি যোগ্য হলে, সময়মতো প্রস্তুত থাকলে— আমিও অবশ্যই পাশে থাকব, আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।

বিদেশে কর্মসংস্থানে দক্ষতার ওপর জোর দিয়ে বাবর বলেন, বিদেশে এখন সাধারণ শ্রমিক নয়, দক্ষ শ্রমিক নেওয়া হয়। তিনি বলেন, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ড্রাইভার, ওয়েল্ডারসহ বিভিন্ন কারিগরি খাতে দক্ষতা অর্জন করতে হবে। সুযোগ যখন আসবে তখন যদি আপনারা প্রস্তুত না থাকেন, আমি কী করব?

তিনি এলাকাবাসীকে সন্তানদের কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্যাবসা-বাণিজ্যে প্রযুক্তি ব্যবহার জরুরি, স্থানীয়। শুধু ব্যবসায় নামলেই সফলতা আসে না— প্রযুক্তিভিত্তিক জ্ঞান ও শ্রম দিতে হয়।

তিনি বলেন, প্রযুক্তিপূর্ণভাবে মাছ, হাঁস-মুরগি, ছাগল বা গরুর খামার— যেটাই করেন, শ্রম ও প্রযুক্তির সমন্বয় থাকলে সফলতা আসবেই। চায়নারা এক কাঠা জমিতে তিনগুণ ধান ফলায়— কারণ তারা ভালো বীজ ব্যবহার করে।

বাবর আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার যুবসমাজকে প্রস্তুত করতে পারলে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব হবে।

বাবর বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ব্যক্তিগতভাবে ‘উন্নয়নের রাজনীতি’ বিশ্বাস করেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ যদি রহমত করেন, আমার যতটুকু সাধ্য আছে তার চেয়েও বেশি আপনাদের জন্য করব ইনশাল্লাহ। আগেও আমি আপনাদের জন্য করেছি, সেটা আপনারা দেখেছেন।

মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বাবর বলেন, মৃত্যুদণ্ডসহ এমন কোনো সাজা নেই যা আমাকে দেওয়া হয়নি। এত সাজা দিয়েও তাদের তৃপ্তি মেটেনি। আরও চারটা মামলায় মৃত্যুদণ্ড দিতে পারত। কিন্তু সময়ের জন্য পারেনি। আর একটা বছর যদি সময় পেত তাহলে আমাকে ঝুলিয়ে দিত। আমি বলব, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আমার নির্বাচনি এলাকার নারী-পুরুষ সবাই আমার জন্য দোয়া করেছেন, নামাজ পড়েছেন, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়ায় আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি।

এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই : লুৎফুজ্জামান বাবর

তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই : লুৎফুজ্জামান বাবর

প্রকাশের সময় : ১০:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, বিগত আমলে এলাকার জন্য কে কি করছে তা নিয়ে আমি ভাবতে চাই না। এটি আমার রাজনৈতিক বিষয় নয়। আগামী দিনগুলোতে এলাকার উন্নয়নে রাজনীতি করতে চাই। আমার কাছে এর কোনো বিকল্প নেই।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এলাকার যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। এজন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের হাতে কলমে কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। জীবনের উন্নতির জন্য বাস্তবমুখী কারিগরি শিক্ষা অর্জন করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। তবেই আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে অতীতের ন্যায় আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা জানেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার অমানুষিক নির্যাতন ও কষ্ট শিকার হয়েছেন। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই।

লুৎফুজ্জামান বাবর বলেন, বেকারত্বই আমাদের এলাকার সবচেয়ে বড় ও মুখ্য সমস্যা। এই সংকট সমাধানে সরকারি চাকরি, বিদেশে কর্মসংস্থান ও ব্যাবসা— এই তিন পথই কার্যকরভাবে কাজে লাগাতে চাই।

সরকারি চাকরির বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই প্রতিটি পরিবারকে শিক্ষায় বেশি মনোযোগী হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান-দক্ষতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া এখন কোনো জায়গায় টিকে থাকা যায় না। লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি যোগ্য হলে, সময়মতো প্রস্তুত থাকলে— আমিও অবশ্যই পাশে থাকব, আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।

বিদেশে কর্মসংস্থানে দক্ষতার ওপর জোর দিয়ে বাবর বলেন, বিদেশে এখন সাধারণ শ্রমিক নয়, দক্ষ শ্রমিক নেওয়া হয়। তিনি বলেন, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ড্রাইভার, ওয়েল্ডারসহ বিভিন্ন কারিগরি খাতে দক্ষতা অর্জন করতে হবে। সুযোগ যখন আসবে তখন যদি আপনারা প্রস্তুত না থাকেন, আমি কী করব?

তিনি এলাকাবাসীকে সন্তানদের কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্যাবসা-বাণিজ্যে প্রযুক্তি ব্যবহার জরুরি, স্থানীয়। শুধু ব্যবসায় নামলেই সফলতা আসে না— প্রযুক্তিভিত্তিক জ্ঞান ও শ্রম দিতে হয়।

তিনি বলেন, প্রযুক্তিপূর্ণভাবে মাছ, হাঁস-মুরগি, ছাগল বা গরুর খামার— যেটাই করেন, শ্রম ও প্রযুক্তির সমন্বয় থাকলে সফলতা আসবেই। চায়নারা এক কাঠা জমিতে তিনগুণ ধান ফলায়— কারণ তারা ভালো বীজ ব্যবহার করে।

বাবর আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার যুবসমাজকে প্রস্তুত করতে পারলে বেকারত্ব অনেকাংশে দূর করা সম্ভব হবে।

বাবর বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ব্যক্তিগতভাবে ‘উন্নয়নের রাজনীতি’ বিশ্বাস করেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ যদি রহমত করেন, আমার যতটুকু সাধ্য আছে তার চেয়েও বেশি আপনাদের জন্য করব ইনশাল্লাহ। আগেও আমি আপনাদের জন্য করেছি, সেটা আপনারা দেখেছেন।

মিথ্যা মামলায় সাজা দেওয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বাবর বলেন, মৃত্যুদণ্ডসহ এমন কোনো সাজা নেই যা আমাকে দেওয়া হয়নি। এত সাজা দিয়েও তাদের তৃপ্তি মেটেনি। আরও চারটা মামলায় মৃত্যুদণ্ড দিতে পারত। কিন্তু সময়ের জন্য পারেনি। আর একটা বছর যদি সময় পেত তাহলে আমাকে ঝুলিয়ে দিত। আমি বলব, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আমার নির্বাচনি এলাকার নারী-পুরুষ সবাই আমার জন্য দোয়া করেছেন, নামাজ পড়েছেন, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়ায় আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি।

এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।