খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়িতে হিটস্ট্রোকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ওয়ার্ড যুবদলের সদস্য নুরুল হক।
বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ।
তিনি জানান, যুবদল নেতা নুরুল হক । শনিবার (১০ মে) চট্টগ্রামে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ শেষে বাড়িতে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে স্ট্রোক করে। পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল হক। তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যবরণ করেন।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 






















