Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তাইওয়ানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্য এশিয়ার দেশ তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১৬ আগস্ট) দেশটিতে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে তাইওয়ানের হুয়ালিয়েন শহর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের পাওয়া যায়নি।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি সমতল থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল।

এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতেও দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই আবহাওয়া দফতরের কর্মকর্তরা আগামী কয়েক দিনের জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন।

এদিকে হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

তাইওয়ানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

প্রকাশের সময় : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্য এশিয়ার দেশ তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১৬ আগস্ট) দেশটিতে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে তাইওয়ানের হুয়ালিয়েন শহর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের পাওয়া যায়নি।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি সমতল থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল।

এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতেও দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরেই আবহাওয়া দফতরের কর্মকর্তরা আগামী কয়েক দিনের জন্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন।

এদিকে হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।