Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করিয়েছেন মিমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ট্যাটু করা হালফ্যাশনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকের শরীরেই পছন্দসই ট্যাটু ফুটিয়ে তুলতে দেখা যায়। বিশেষ করে অভিনয়শিল্পীদের মধ্যে এই ট্রেন্ড অনুসরণ করতে বেশি দেখা যায়। তালিকায় রয়েছেন টলিউড লাস্যময়ী মিমি চক্রবর্তী। তলপেটের ডান দিকে এক পালক আঁকা ট্যাটু রয়েছে মিমির। তবে ওই ট্যাটুর নেপথ্যে লুকিয়ে এক সিক্রেট। কী সেই গোপন রহস্য। এবার জানালেন অভিনেত্রী।

নায়িকার ডান হাতের নাটরাজ ট্যাটু প্রায়সময়েই নজরে পড়ে ভক্তদের। কিন্তু এই নায়িকার তলপেটেও রয়েছে আরও একটি ট্যাটু। যেটি দেখতে ময়ূরের পালকের মতো।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ট্যাটুর রহস্য জানিয়েছেন অভিনেত্রী। যেটার সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িত।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানান, ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল তার। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা হয়ে থাকত দৃশ্যমান। আর তা ঢাকতেই মিমির আশ্রয় ওই পালক ট্যাটু। বেশ কিছদিন আগে নিজেই প্রথমবার ট্যাটু সিক্রেট শেয়ার করেছিলেন তিনি।

কিছুদিন আগে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মিমি। সেই হাসপাতালে পরিচ্ছন্নতা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে সাংসদের কাছে। একদিকে সাধারণ মানুষের দায়িত্ব, অন্য দিকে অভিনয়। দুটি দিক সমান তালে সামলে চলেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিমি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরেই আসছে মিমি-আবীর অভিনীত ‘রক্তবীজ’। এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

তলপেটের দাগ লুকাতে ট্যাটু করিয়েছেন মিমি

প্রকাশের সময় : ১২:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

ট্যাটু করা হালফ্যাশনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকের শরীরেই পছন্দসই ট্যাটু ফুটিয়ে তুলতে দেখা যায়। বিশেষ করে অভিনয়শিল্পীদের মধ্যে এই ট্রেন্ড অনুসরণ করতে বেশি দেখা যায়। তালিকায় রয়েছেন টলিউড লাস্যময়ী মিমি চক্রবর্তী। তলপেটের ডান দিকে এক পালক আঁকা ট্যাটু রয়েছে মিমির। তবে ওই ট্যাটুর নেপথ্যে লুকিয়ে এক সিক্রেট। কী সেই গোপন রহস্য। এবার জানালেন অভিনেত্রী।

নায়িকার ডান হাতের নাটরাজ ট্যাটু প্রায়সময়েই নজরে পড়ে ভক্তদের। কিন্তু এই নায়িকার তলপেটেও রয়েছে আরও একটি ট্যাটু। যেটি দেখতে ময়ূরের পালকের মতো।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ট্যাটুর রহস্য জানিয়েছেন অভিনেত্রী। যেটার সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িত।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানান, ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল তার। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা হয়ে থাকত দৃশ্যমান। আর তা ঢাকতেই মিমির আশ্রয় ওই পালক ট্যাটু। বেশ কিছদিন আগে নিজেই প্রথমবার ট্যাটু সিক্রেট শেয়ার করেছিলেন তিনি।

কিছুদিন আগে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মিমি। সেই হাসপাতালে পরিচ্ছন্নতা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে সাংসদের কাছে। একদিকে সাধারণ মানুষের দায়িত্ব, অন্য দিকে অভিনয়। দুটি দিক সমান তালে সামলে চলেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিমি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরেই আসছে মিমি-আবীর অভিনীত ‘রক্তবীজ’। এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।