Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তরুণ প্রজন্ম মনে করে ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত (আসল) রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। ১৭ বছরের রাজনৈতিক যে ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই যে শেষ হয়ে যাবে তাও কিন্তু নয়।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণ করতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব কিন্তু আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার সভাপতি অ্যাডভোকেট এম. এন জামান সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মোহতামিম মাওলানা আবু তাহের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি

প্রকাশের সময় : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তরুণ প্রজন্ম মনে করে ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত (আসল) রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। ১৭ বছরের রাজনৈতিক যে ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই যে শেষ হয়ে যাবে তাও কিন্তু নয়।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণ করতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব কিন্তু আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার সভাপতি অ্যাডভোকেট এম. এন জামান সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মোহতামিম মাওলানা আবু তাহের।