Dhaka শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে, আসামি পক্ষের আপিলের সুযোগ আছে। আসামি পক্ষ সব সময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি। তবে আসামি পক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, সেখানে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নেই। অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শের জন্য আসলে মতামত দিব।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমূখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্শীয় মূল্যবোধ চর্চা শীর্ষক বিষয়ক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্য-প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবে তারা দোষী। তারাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত।

তিনি বলেন, আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে সমালোচনা আমাদের থাকবেই। কিন্তু কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে।

শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪’শর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এইসময়ে ৩০ হাজারের বেশি মানুষ চোখ হারিয়েছে, হাত-পা হারিয়েছে,পঙ্গুত্ববরণ করেছে। আমি এদের জন্য ন্যায়বিচার দেখছি, এখানে হাসিনা আমার জন্য মুখ্য নয়।

মো. আসাদুজ্জামান বলেন, আমার কাছে মুখ্য মানবতাবিরোধী অপরাধ হয়েছে। আমার সমাজ ও দেশ রক্তাক্ত হয়েছে, আমার দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমি সেইটা দেখছি।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে রায় ঘোষণার পরে ভারতের বিভিন্ন সীমান্তে সেনা তৎপরতা জোরদার হয়েছে, এই বিষয়টি সার্বভৌমত্বের উপর আঘাত বা বিচারকার্যে প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এটা সার্বভৌমত্বের ইস্যু না, এটা একজন অপরাধীকে আনা না নেওয়ার ইস্যু। এটার সাথে সার্বভৌমত্বের বিষয় নেই।

শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র দাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে, আগামী নির্বাচনেও দেশ লাভবান হবে : ডা. জাহিদ

তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ০৫:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে, আসামি পক্ষের আপিলের সুযোগ আছে। আসামি পক্ষ সব সময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি। তবে আসামি পক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, সেখানে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নেই। অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শের জন্য আসলে মতামত দিব।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমূখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্শীয় মূল্যবোধ চর্চা শীর্ষক বিষয়ক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্য-প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবে তারা দোষী। তারাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত।

তিনি বলেন, আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে সমালোচনা আমাদের থাকবেই। কিন্তু কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে।

শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪’শর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এইসময়ে ৩০ হাজারের বেশি মানুষ চোখ হারিয়েছে, হাত-পা হারিয়েছে,পঙ্গুত্ববরণ করেছে। আমি এদের জন্য ন্যায়বিচার দেখছি, এখানে হাসিনা আমার জন্য মুখ্য নয়।

মো. আসাদুজ্জামান বলেন, আমার কাছে মুখ্য মানবতাবিরোধী অপরাধ হয়েছে। আমার সমাজ ও দেশ রক্তাক্ত হয়েছে, আমার দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমি সেইটা দেখছি।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে রায় ঘোষণার পরে ভারতের বিভিন্ন সীমান্তে সেনা তৎপরতা জোরদার হয়েছে, এই বিষয়টি সার্বভৌমত্বের উপর আঘাত বা বিচারকার্যে প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এটা সার্বভৌমত্বের ইস্যু না, এটা একজন অপরাধীকে আনা না নেওয়ার ইস্যু। এটার সাথে সার্বভৌমত্বের বিষয় নেই।

শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র দাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।