Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন এখন ফ্রিজে ঢুকেছে : শাজাহান খান

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন এখন ফ্রিজে ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নব নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে বিএনপি। এখন বিদেশিরাও চাচ্ছে না এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। ইউরোপ ও আমেরিকাসহ যেসব দেশের প্রতিনিধিরা এখানে সফরে আসছেন পর্যবেক্ষণ শেষে তারা কেউ সরকারকে বলেননি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তবে বিদেশিরা বলছেন, সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যেটা হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এবার বিদেশিরা নিরপেক্ষ নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তাদের সেভাবেই হবে বলেছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির একটি অংশ চায় নির্বাচনে আসতে। তবে আরেকটি অংশ বিএনপিকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছে না।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, বিএনপির উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। সেটা না হলে বিএনপি বিলুপ্তির খাতায় নাম লেখাবে। কারণ জাতীয় পার্টি ও ১৪ দলসহ বিরোধীদলীয় প্রায় সবদলই নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে। অতীতে বিএনপি নির্বাচন না করার যে সিদ্ধান্ত নিয়েছিল এবার সেটি হবে না মনে হচ্ছে। আওয়ামী লীগ চায় এবার সব দলের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, নির্বাচনের আগে যেন কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে বিএনপিসহ তাদের সমর্থিত নেতাকর্মীরা সে ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি আওয়ামী লীগও প্রস্তুতি নিয়েছে। কারণ অতীতে বিএনপি যে আগুন সন্ত্রাসের নাশকতা করেছে তার ক্ষত এদেশের মানুষ এখনো বয়ে বেড়াচ্ছে, তাই এসব কেউ ভুলে যায়নি। অতীতকে বোরখা দিয়ে ঢেকে রেখে বিএনপি এখন যেসব দাবি তুলছে শান্তিপূর্ণ আন্দোলন চায়, শান্তিপূর্ণ নির্বাচন চায় এসবে এখন আর আস্থা রাখে না কেউ। তবুও আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ থাকবে আমাদের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষ যা অর্জন করেছে সেটা কখনোই কাউকে ধ্বংস করতে দেয়া যাবে না। আগামীতে আওয়ামী লীগ কিংবা যেকোন বিরোধী দলীয় দল ক্ষমতায় আসুক তাদেরকেও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশনেন তিনি। এ সময় এতে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার আসলাম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মু: রাসেদুজ্জামান ও উপজেলার পাচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আজহার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন এখন ফ্রিজে ঢুকেছে : শাজাহান খান

প্রকাশের সময় : ০৫:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন এখন ফ্রিজে ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নব নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে বিএনপি। এখন বিদেশিরাও চাচ্ছে না এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। ইউরোপ ও আমেরিকাসহ যেসব দেশের প্রতিনিধিরা এখানে সফরে আসছেন পর্যবেক্ষণ শেষে তারা কেউ সরকারকে বলেননি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তবে বিদেশিরা বলছেন, সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যেটা হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এবার বিদেশিরা নিরপেক্ষ নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তাদের সেভাবেই হবে বলেছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির একটি অংশ চায় নির্বাচনে আসতে। তবে আরেকটি অংশ বিএনপিকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছে না।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, বিএনপির উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। সেটা না হলে বিএনপি বিলুপ্তির খাতায় নাম লেখাবে। কারণ জাতীয় পার্টি ও ১৪ দলসহ বিরোধীদলীয় প্রায় সবদলই নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে। অতীতে বিএনপি নির্বাচন না করার যে সিদ্ধান্ত নিয়েছিল এবার সেটি হবে না মনে হচ্ছে। আওয়ামী লীগ চায় এবার সব দলের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, নির্বাচনের আগে যেন কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে বিএনপিসহ তাদের সমর্থিত নেতাকর্মীরা সে ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি আওয়ামী লীগও প্রস্তুতি নিয়েছে। কারণ অতীতে বিএনপি যে আগুন সন্ত্রাসের নাশকতা করেছে তার ক্ষত এদেশের মানুষ এখনো বয়ে বেড়াচ্ছে, তাই এসব কেউ ভুলে যায়নি। অতীতকে বোরখা দিয়ে ঢেকে রেখে বিএনপি এখন যেসব দাবি তুলছে শান্তিপূর্ণ আন্দোলন চায়, শান্তিপূর্ণ নির্বাচন চায় এসবে এখন আর আস্থা রাখে না কেউ। তবুও আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ থাকবে আমাদের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষ যা অর্জন করেছে সেটা কখনোই কাউকে ধ্বংস করতে দেয়া যাবে না। আগামীতে আওয়ামী লীগ কিংবা যেকোন বিরোধী দলীয় দল ক্ষমতায় আসুক তাদেরকেও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশনেন তিনি। এ সময় এতে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার আসলাম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মু: রাসেদুজ্জামান ও উপজেলার পাচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আজহার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীরা।