Dhaka শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির শহীদুল্লাহ হলের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আলী মন্ডল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গতকাল রাতে খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ফারুক আলী মন্ডল জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই যুবক মাদকাসক্ত ছিল, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করা হবে। এ ঘটনায় সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রিয়ালের সামনে আবারো বেনফিকা, চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে কে কার মুখোমুখি

ঢাবির শহীদুল্লাহ হলের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আলী মন্ডল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গতকাল রাতে খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ফারুক আলী মন্ডল জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই যুবক মাদকাসক্ত ছিল, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করা হবে। এ ঘটনায় সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।