Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কাটাবন থেকে শাহবাগ সড়কে তাদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

সোমবার (১৬ জুন) সকাল ৬টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। এ সময় মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শেখ মুজিব হলের এক শিক্ষার্থী বলেন, ঘুম ভাঙলো জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান শুনে। তখন ভোর ৫টা ৫০ মিনিট স্লোগান শুনে বারান্দায় গিয়ে দেখি পরিবাগ মোড়ে ১৫ জনের মতো। পরে তারা যে যার যার মতো একেক জন, একেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এ সময় শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনের রাস্তায় দুইটা ককটেল ফাটায় তারা।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এই জন্যই কি এতো আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় সংঘটিত হয়ে এভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে পারে?

অপর শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে মুজিব হলের পকেট গেটে জয় বাংলা স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আবার একই দিনে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কোথায় ক্যাম্পাসের? আজকে পকেট গেটে ককটেল মেরেছে। কালকে হলে হলে বোমা হামলা করবে না এইটার নিশ্চয়তা কি? প্রশাসনের নাকের তলা দিয়ে ক্যাম্পাসের ভেতর ককটেল রেখে যায় প্রশাসন কিছু জানে না।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করে। যদিও এলাকাটি ক্যাম্পাসের না, তবে এই ঘটনায় আমরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ০২:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কাটাবন থেকে শাহবাগ সড়কে তাদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

সোমবার (১৬ জুন) সকাল ৬টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। এ সময় মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শেখ মুজিব হলের এক শিক্ষার্থী বলেন, ঘুম ভাঙলো জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান শুনে। তখন ভোর ৫টা ৫০ মিনিট স্লোগান শুনে বারান্দায় গিয়ে দেখি পরিবাগ মোড়ে ১৫ জনের মতো। পরে তারা যে যার যার মতো একেক জন, একেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এ সময় শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনের রাস্তায় দুইটা ককটেল ফাটায় তারা।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এই জন্যই কি এতো আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল? যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় সংঘটিত হয়ে এভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে পারে?

অপর শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে মুজিব হলের পকেট গেটে জয় বাংলা স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আবার একই দিনে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কোথায় ক্যাম্পাসের? আজকে পকেট গেটে ককটেল মেরেছে। কালকে হলে হলে বোমা হামলা করবে না এইটার নিশ্চয়তা কি? প্রশাসনের নাকের তলা দিয়ে ক্যাম্পাসের ভেতর ককটেল রেখে যায় প্রশাসন কিছু জানে না।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করে। যদিও এলাকাটি ক্যাম্পাসের না, তবে এই ঘটনায় আমরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছি।