স্পোর্টস ডেস্ক :
সূর্যের আলো ধীরে ধীরে ফুটছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আলোকিত অন্যদিনের চেয়ে বেশি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।
সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামলেন মার্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণ ৩০ ঘণ্টার বেশি।
এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সফর শেষে তিনি যাবেন ভারতে। বিশ্বকাপজয়ী তারকাকে কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ভারতে আনতে যোগাযোগ করলে, সে বাংলাদেশেও আসতে চায় বলে জানায়। এর আগে বাংলাদেশে আসা নিয়ে ২৯ মে তার ফেসবুক পেজ থেকে আসার খবর নিশ্চিত করেছেন তিনি।
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রিয় এ ফুটবলার নিজ দেশে আসলেও তাঁর সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন না তারা। কেননা এ ধরণের কোনো আয়োজনের ব্যবস্থা রাখেননি আয়োজকরা। তাই আজ ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মার্তিনেজ সোজা ধরেছেন হোটেলের পথ।
ঢাকায় পৌঁছে তিন ঘন্টার মতো হোটেলে বিশ্রাম নিয়েই উত্তর বাড্ডায় ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানির অফিসে যান মার্টিনেজ। তাকে বরণ করে নিতে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি।
অবশ্য মাশরাফির সঙ্গে মার্টিনেজের কি বিষ্যয়ে আলাপ হয়েছে সেসব কিছুই জানা যায়নি। ফান্ডেডনেক্সটের পর নেক্সটভেঞ্চারে যাওয়ার কথা ছিলো ১১টার দিকে। তবে তার চেয়ে প্রায় দেড় ঘন্টা আগেই সেখানে পৌঁছান তিনি। নেক্সট ভেঞ্চারে কাটানো সময়ের কিছু ছবি ও তসাক্ষাৎকার গণমাধ্যমে পাঠানোর কথা রয়েছে আয়োজকদের।
নেক্সটভেঞ্চারের অফিস পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্টের প্রয়োজন রয়েছে। সেজন্যি সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানা যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিকেল সাড়ে চারটার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।
বাংলাদেশে আসার বিষয়ে অ্যাস্টন ভিলার এই গোলকিপার এর আগে নিজের ফেসবুকে লিখেছিলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশ থেকে।