নিজস্ব প্রতিবেদক :
ঢাকার রাস্তায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২ অগাস্ট) ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন এলাকায় নির্মিত রিকশা স্ট্যান্ড পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। এ নিয়ে আগাম সতর্ক করা হলো। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, অনিবন্ধিত অতিরিক্ত রিকশা রাস্তার গতি কমিয়ে দিচ্ছে। সিটি করপোরেশন নির্দিষ্ট সংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তাপস বলেন, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে অবৈধ ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে।
অনিবন্ধিত অতিরিক্ত রিকশা সড়কের গতি কমাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই নগরকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
এর আগে গত ১৬ মে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনেও ঢাকায় অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন তাপস।
মেয়র তাপস বলেন, দীর্ঘ ৩৪ বছর পর আমরা রিকশাসহ মোট ৫ ধরনের অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছি। এ কার্যক্রমে ১ লাখ ৯০ হাজার ২১৭টি অযান্ত্রিক যানবাহনকে ইতোমধ্যে নিবন্ধন এবং সেগুলোর ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বছর থেকে নিবন্ধিত এসব অযান্ত্রিক যানবাহনকে নবায়ন করা হচ্ছে। আগামীদিনে নিবন্ধনবিহীন কোনো অযান্ত্রিক যানবাহন আমরা ঢাকা শহরে আর চলতে দেবো না।
নিজস্ব প্রতিবেদক 























