Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাকে ডুবিয়ে রংপুরের দাপুটে জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলের প্রথম পর্ব ছিল ঢাকায়। সেখানটায় পুরোপুরি আধিপত্য ছিল দেশীয় ক্রিকেটারদের। ভেন্যু বদলে বিপিএল এখন সিলেটে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বিদেশিদের দাপট। দিনের প্রথম ম্যাচে আলো ছিল কার্টিস ক্যাম্ফার আর আভিস্কা ফার্নান্দোর ওপর। আর দ্বিতীয় ম্যাচেও আলো কেড়েছেন বিদেশিরাই।

প্রথমে বাবর আজম, পরে আজমতউল্লাহ ওমরজাই। রংপুরকে আসরের দ্বিতীয় জয় এনে দিয়েছেন দুই বিদেশি। সঙ্গে অবদান ছিল দেশি স্পিনার শেখ মেহেদি হাসানের। ঢাকা এদিন খুব একটা লড়াই করতে পারেনি। একাকী লড়েছেন শুধু একজন। তিনিও বিদেশি অ্যালেক্স রস। রংপুরের ১৮৪ রানের টার্গেটে ঢাকা অলআউট ১০৪ রানে। ৭৯ রানের জয় সাকিব-বাবরদের।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে কখনই ম্যাচে ছিল না ঢাকা। ৩২ রানে ৪টি আর ৮১ রানের মধ্যে ৬ উইকেট হারায় মোসাদ্দেক হোসেনের দল। অ্যালেক্স রস কেবল লড়াই করেছেন।

৩৫ বলে ৭ চার আর ১ ছক্কায় ৫১ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন শেখ মেহেদি। অষ্টম ব্যাটার হিসেবে রস ফেরার পর আর ২ রান যোগ করে ১৬.৩ ওভারে ১০৪ রানে অলআউট হয় ঢাকা।

শেখ মেহেদি মাত্র ১১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার আজমতউল্লাহ ওমরজাই আর হাসান মাহমুদের। ব্যাটিং না করলেও ৩ ওভার বল করেন সাকিব। ২৩ রান দিয়ে নেন একটি উইকেট।

এর আগে রংপুর রাইডার্সের ৮ উইকেট পড়লো। কিন্তু ব্যাটিংয়ে নামলেন না চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসান। তবে বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহই গড়ে রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রংপুরের হয়ে ইনিংস উদ্বোধন করেন দুই বিদেশি ব্রেন্ডন কিং আর বাবর আজম। কিং শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ২০ করে তাসকিন আহমেদের শিকার হন তিনি।

রনি তালুকদারও ৭ বলে ১১ রানে থামেন। তার উইকেটটি নেন আরাফাত সানি। অধিনায়ক নুরুল হাসান সোহান সেট হয়েও ইনিংস করতে পারেননি। ১৩তম ওভারে এসে জোড়া শিকার করেন আরাফাত সানি। সোহান ফেরেন ২৪ বলে ২৬ করে, মোহাম্মদ নবি ১ রানেই আউট।

সেখান থেকে দলকে অনেকটা পথ টেনে নিয়ে যান বাবর আজম। এবারের বিপিএলে তিন ম্যাচে তুলে নেন নিজের দ্বিতীয় ফিফটি। অবশেষে বাবরকে বাউন্ডারিতে ক্যাচ বানান গুনাথিলাকা। ৪৬ বলে ৬২ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকান পাকিস্তানের রানমেশিন।

শেষদিকে আফগান আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩২ আর শামীম পাটোয়ারীর ৮ বলে একটি করে চার-ছক্কায় ১৭ রানে বড় পুঁজি গড়ে রংপুর।

ঢাকার বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৩২ রানে নেন ৩টি উইকেট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকাকে ডুবিয়ে রংপুরের দাপুটে জয়

প্রকাশের সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বিপিএলের প্রথম পর্ব ছিল ঢাকায়। সেখানটায় পুরোপুরি আধিপত্য ছিল দেশীয় ক্রিকেটারদের। ভেন্যু বদলে বিপিএল এখন সিলেটে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বিদেশিদের দাপট। দিনের প্রথম ম্যাচে আলো ছিল কার্টিস ক্যাম্ফার আর আভিস্কা ফার্নান্দোর ওপর। আর দ্বিতীয় ম্যাচেও আলো কেড়েছেন বিদেশিরাই।

প্রথমে বাবর আজম, পরে আজমতউল্লাহ ওমরজাই। রংপুরকে আসরের দ্বিতীয় জয় এনে দিয়েছেন দুই বিদেশি। সঙ্গে অবদান ছিল দেশি স্পিনার শেখ মেহেদি হাসানের। ঢাকা এদিন খুব একটা লড়াই করতে পারেনি। একাকী লড়েছেন শুধু একজন। তিনিও বিদেশি অ্যালেক্স রস। রংপুরের ১৮৪ রানের টার্গেটে ঢাকা অলআউট ১০৪ রানে। ৭৯ রানের জয় সাকিব-বাবরদের।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে কখনই ম্যাচে ছিল না ঢাকা। ৩২ রানে ৪টি আর ৮১ রানের মধ্যে ৬ উইকেট হারায় মোসাদ্দেক হোসেনের দল। অ্যালেক্স রস কেবল লড়াই করেছেন।

৩৫ বলে ৭ চার আর ১ ছক্কায় ৫১ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন শেখ মেহেদি। অষ্টম ব্যাটার হিসেবে রস ফেরার পর আর ২ রান যোগ করে ১৬.৩ ওভারে ১০৪ রানে অলআউট হয় ঢাকা।

শেখ মেহেদি মাত্র ১১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার আজমতউল্লাহ ওমরজাই আর হাসান মাহমুদের। ব্যাটিং না করলেও ৩ ওভার বল করেন সাকিব। ২৩ রান দিয়ে নেন একটি উইকেট।

এর আগে রংপুর রাইডার্সের ৮ উইকেট পড়লো। কিন্তু ব্যাটিংয়ে নামলেন না চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসান। তবে বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহই গড়ে রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রংপুরের হয়ে ইনিংস উদ্বোধন করেন দুই বিদেশি ব্রেন্ডন কিং আর বাবর আজম। কিং শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ২০ করে তাসকিন আহমেদের শিকার হন তিনি।

রনি তালুকদারও ৭ বলে ১১ রানে থামেন। তার উইকেটটি নেন আরাফাত সানি। অধিনায়ক নুরুল হাসান সোহান সেট হয়েও ইনিংস করতে পারেননি। ১৩তম ওভারে এসে জোড়া শিকার করেন আরাফাত সানি। সোহান ফেরেন ২৪ বলে ২৬ করে, মোহাম্মদ নবি ১ রানেই আউট।

সেখান থেকে দলকে অনেকটা পথ টেনে নিয়ে যান বাবর আজম। এবারের বিপিএলে তিন ম্যাচে তুলে নেন নিজের দ্বিতীয় ফিফটি। অবশেষে বাবরকে বাউন্ডারিতে ক্যাচ বানান গুনাথিলাকা। ৪৬ বলে ৬২ রানের ইনিংসে ৫টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকান পাকিস্তানের রানমেশিন।

শেষদিকে আফগান আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩২ আর শামীম পাটোয়ারীর ৮ বলে একটি করে চার-ছক্কায় ১৭ রানে বড় পুঁজি গড়ে রংপুর।

ঢাকার বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৩২ রানে নেন ৩টি উইকেট।