Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নৌকার পরাজিত প্রার্থী আইনজীবী সানজিদা খানমের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৯ জানুয়ারি) ইসিকে এ আদেশ দেন।

একই সঙ্গে সানজিদা খানম যে ১৮ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চেয়েছেন, তা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ গেজেট প্রকাশ স্থগিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি পুনরায় ভোট গণনার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সানজিদার আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ভোট গণনায় অনিয়মের প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হলে কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। পরে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যান সাবেক এমপি সানজিদা খানম।

রিট আবেদনে বলা হয়, নির্বাচন শেষে ৭৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে ভোট গণনার সময় নৌকার প্রার্থী সানজিদা খানম ও তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়। ফলে ভোট গণনায় অনিয়ম হয়েছে। যার ভিডিও চিত্র ও বিভিন্ন তথ্য আদালতে দাখিল করা হয়।

সূত্রাপুর (ডিএসসিসি ৪৭ নম্বর ওয়ার্ড), ডেমরা (ডিএসসিসি ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ নম্বর ওয়ার্ড) থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

প্রকাশের সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নৌকার পরাজিত প্রার্থী আইনজীবী সানজিদা খানমের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৯ জানুয়ারি) ইসিকে এ আদেশ দেন।

একই সঙ্গে সানজিদা খানম যে ১৮ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চেয়েছেন, তা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ গেজেট প্রকাশ স্থগিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি পুনরায় ভোট গণনার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সানজিদার আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ভোট গণনায় অনিয়মের প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হলে কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। পরে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যান সাবেক এমপি সানজিদা খানম।

রিট আবেদনে বলা হয়, নির্বাচন শেষে ৭৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে ভোট গণনার সময় নৌকার প্রার্থী সানজিদা খানম ও তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়। ফলে ভোট গণনায় অনিয়ম হয়েছে। যার ভিডিও চিত্র ও বিভিন্ন তথ্য আদালতে দাখিল করা হয়।

সূত্রাপুর (ডিএসসিসি ৪৭ নম্বর ওয়ার্ড), ডেমরা (ডিএসসিসি ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ নম্বর ওয়ার্ড) থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।