মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
তীব্র ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস ও এক কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় এক্সপ্রেসওয়েতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে ঘন কুয়াশায় যানবাহন চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়া গতি দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন তিনি।
এসময় দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে যানবাহন চালকদের অধিক সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 























