Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ১৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও যানজট নেই। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় গিয়ে মিলিত হচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি। কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এখনও স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। তবে ক্রমেই এ সড়কে গাড়ির চাপ বাড়ছে।

অপরদিকে, গণপরিবহনের পাশাপাশি ঘরমুখো মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ক্রমেই মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। যানজট নিরসনে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহাসড়কে ভোররাতে কিছুটা গাড়ির চাপ ছিল। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো সেতুর গোল চত্বর থেকে ঘুরিয়ে আঞ্চলিক সড়কে দেওয়ায় মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে চাপ কমেছে। ফলে কোনো যানজট নেই।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

প্রকাশের সময় : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও যানজট নেই। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় গিয়ে মিলিত হচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি। কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এখনও স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। তবে ক্রমেই এ সড়কে গাড়ির চাপ বাড়ছে।

অপরদিকে, গণপরিবহনের পাশাপাশি ঘরমুখো মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ক্রমেই মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। যানজট নিরসনে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহাসড়কে ভোররাতে কিছুটা গাড়ির চাপ ছিল। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো সেতুর গোল চত্বর থেকে ঘুরিয়ে আঞ্চলিক সড়কে দেওয়ায় মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে চাপ কমেছে। ফলে কোনো যানজট নেই।