ঢাকা থেকে সিলেটের জাফলং ও ভোলাগঞ্জে সরাসরি বাস চালু হচ্ছে। আগামী সোমবার থেকে সরাসরি এ বাস সার্ভিস চালু হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, সিলেটে পর্যটক আকৃষ্ট করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান।
সিলেট-তামাবিল-জাফলং সড়কে শীতাতপ নিয়ন্ত্রিত বাস উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে শনিবার সকালে নগরের পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ঘর বাঁধার স্বপ্ন পূরণ হলো না
‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী বলেন, সরকার মানুষকে বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এ জন্য প্রতারণা ঠেকাতে দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট প্রতিনিধি 

























